নয়াদিল্লি: কেমন আছেন পাকিস্তানে আটক ভারতীয় পাইলট? রীতিমতো ভিডিও তুলে চাঞ্চল্যকর দাবি জানাল পাক প্রকাশন৷ বুধবার সন্ধ্যায় পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর আটক ভারতীয় পাইলটের ছবি দিয়ে একটি টুইট করেন৷ তিনি জানান, আমাদের হেফাজতে এক জন ভারতীয় পাইলট রয়েছেন৷ তাঁর সঙ্গে সামরিক নীতি মেনেই আচরণ করা হচ্ছে৷
পাক মাটিতে ভেঙে পড়া মিগ ২১ যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন ভর্তমানকে নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। বর্তমানে পাক হেফাজতে থাকা অভিনন্দনের দ্রুত ও নিরাপদ মুক্তির জন্য ব্যবস্থার কথা জানিয়েছে সাউথ ব্লক৷ একইসঙ্গে জেনেভা চুক্তির কথা স্মরণ করিয়ে যুদ্ধবন্দি ভর্তমানকে নির্যাতন করা নিয়েও সতর্ক করা হয়েছে পাক সেনাকে৷ পাক ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে তলব করে বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়, পাক হেফাজতে থাকা ভারতীয় পাইলটের সঙ্গে জেনেভা কনভেনশন তথা আন্তর্জাতিক সামরিক রীতি ও নীতি মেনে যেন আচরণ করে ইসলামাবাদ৷
A man in uniform commands respect even from his enemies ??
A sigh of relief after watching this video , hope the Geneva convention is thoroughly followed and Wing Commander #AbhiNandan returns to India & his family soon!#BringBackAbhinandan@IAF_MCC
pic.twitter.com/ecMy9N5Orh— Shilpi Bhartiy (@BhartiyShilpi) February 27, 2019
আটক পাইলটের সঙ্গে যাতে খারাপ ব্যবহার না করা হয়, সেই বিষয়ে সোচ্চার হলেন পাকিস্তানিরাই৷ টুইটারে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাইঝি ফতিমা ভুট্টো থেকে শুরু করে সাংবাদিক মনসুর আলি খান আটক ভারতীয় বায়ুসেনা আধিকারিকের উপর ওপর কোনওরকম অত্যাচার যাতে না হয়, তার দাবি করেছেন অনেকেই৷ আটক পাইলটের সঙ্গে একজন সেনা অফিসারের মতোই ব্যবহার করতে আওয়াজ উঠেছে পাকিস্তানের৷ যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে ভারতে ফেরত পাঠানোর কথাও বলেছেন অনেকে৷
আটক পাইলটের যে ভিডিও এ দিন পাক সংবাদমাধ্যম প্রচার করতে শুরু করেছিল, তাতেও পরিষ্কার ছিল যে তাঁকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। বরং শারীরিক ভাবে হেনস্তার বার্তা যায় ওই ভিডিও থেকে। এর পরেই ভোল বদল করে পাকিস্তান। বুধবার সকালে পাক বায়ুসেনার একাধিক লড়াকু বিমান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারতের সীমান্তের মধ্যে প্রবেশ চেষ্টা করলে বাধা দেয় ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের একটি যুদ্ধ বিমানকে ভারতীয় বায়ুসেনা মেরে নামায়। তবে ক্ষতিগ্রস্ত হয় ভারতের একটি মিগ ২১ বাইসন যুদ্ধ বিমানও। সেই সঙ্গে পাকিস্তান ভারতীয় বায়ুসেনার ওই পাইলটকে আটক করে৷