মেঘের দেশে হোটেল! ১২০ তলায় রেস্তোরাঁ

মেঘের দেশে হোটেল! ১২০ তলায় রেস্তোরাঁ

সাংহাই: মেঘের রাজ্যে হোটেল৷ বিশাল উঁচু বিলাসবহুল হোটেল চালু হল চীনের সাংহাই শহরে। ১২০ তলায় অবস্থিত এই রেস্তোরাঁয় ২৪ ঘণ্টা, অর্থাৎ রাতদিন পরিষেবা  পাওয়া যাবে। ‘জে হোটেল, সাংহাই’ মূলত সাংহাই টাওয়ারের একেবারে ওপরের তলাগুলো নিয়েই তৈরি করা হয়েছে।  

এএফপির এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, করোনা নামক অতিমারির জন্য এই হোটেলের উদ্বোধন পিছিয়ে গিয়েছিল৷ গত শনিবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। আকাশচুম্বী এই হোটেলের লিফট প্রতি সেকেন্ডে ১৮ মিটার গতিতে ওপরে উঠতে সক্ষম৷ হোটেলটিতে ১৬৫টি  ‘জে স্যুট’ রয়েছে। সাংহাই শহরের অর্থনৈতিক প্রাণকেন্দ্রে ৬৩২ মিটার উঁচু সাংহাই টাওয়ারের ওপরের তলাগুলো হোটেলটির আওতায় রয়েছে। এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম হোটেল৷ প্রথম দুবাইয়ের বুর্জ খলিফা৷ এর উচ্চতা ২,৭১৬ ফিট৷ যে কোনও সময় ফোন করলেই হোটেলে পরিষেবা মিলবে৷

হোটেলে আগত অতিথিরা সাতটি রেস্তোরাঁর যেটাতে পছন্দ খেতে পারবেন। সঙ্গে থাকছে পানশালা, স্পা, ৮৪ তলায় অবস্থিত সুইমিং পুল সহ অন্যান্য অনেক সুবিধাও। তবে এই হোটেলে থাকতে গেলে পকেটে প্রচুর রেস্তো থাকতে হবে৷ কারণ এই হোটেল বেশ ব্যয়সাপেক্ষ৷ সম্প্রতি হোটেলটি উদ্বোধন হওয়ায় বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে অতিথিদের থাকার জন্য। এখানে থাকতে গেলে প্রতি রাতের জন্য জনপ্রতি খরচ হবে ৪০ হাজার টাকার বেশি। যদিও ৩৪টি বিশেষ স্যুটের খরচ লাগাম ছাড়া। ‘স্ফটিক ঝাড়বাতির জে স্যুটে’ রাত কাটানোর জন্য ৮ লাখ ৭৮ হাজার টাকার বেশি দিতে হবে অতিথিদের।

এই জে হোটেলটি চিনের রাষ্ট্রীয় জিন জিয়াং ইন্টারন্যাশনাল হোটেলস গ্রুপের মালিকানাধীন। এর বিপণন ও বিক্রয় পরিচালক রেনে ইয়ু বলেন, ‘উদ্বোধনের দিন আমাদের ওয়েবসাইটটি দর্শকে ভরে গিয়েছিল। তাঁরা আমাদের হোটেলে এসে এখানে থাকার অভিজ্ঞতা নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এটা আমাদের খুব উৎসাহ দিয়েছে। একই সঙ্গে আমরা অতিথিদের যত্নের ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =