৩০ ঘণ্টা লড়াইয়ের পর জঙ্গিমুক্ত সোমালিয়ার হোটেল, মৃত্যু একাধিক

৩০ ঘণ্টা লড়াইয়ের পর জঙ্গিমুক্ত সোমালিয়ার হোটেল, মৃত্যু একাধিক

মোগাদিশু: ২৬/১১-র কায়দায় সোমালিয়ার হোটেলে জঙ্গি হামলা হয়েছিল। ইসলামি কট্টরপন্থী সংগঠন আল-শাবাবের জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছিল। তবে এখন সেই হোটেল জঙ্গি মুক্ত হয়েছে বলেই খবর। টানা ৩০ ঘণ্টা লড়াইয়ের পর হোটেলকে জঙ্গি মুক্ত করতে পেরেছে দেশের সেনাবাহিনী। তথ্য অনুসারে, এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। আহত হয়েছেন ১১৭ জন। অন্যদিকে চার জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। যদিও এটা স্পষ্ট নয় যে কতজন জঙ্গি হোটেলের মধ্যে ছিল।

আরও পড়ুন- কী ভাবে চিনা জাহাজ নোঙর করাতে রাজি হল কলম্বো? মুখে কুলুপ বেজিংয়ের

স্থানীয় সময় শুক্রবার রাতে সোমালিয়ার রাজধানী মোগাদিশুর হায়াত হোটেলে গোয়েন্দাদের একটি বৈঠক চলছিল। ঠিক সেই সময়ে আচমকা কয়েক জন জঙ্গি ঢুকে গুলি বর্ষণ শুরু করে। তার আগে হোটেলের বাইরে বিস্ফোরণও ঘটায়। হোটেলের ওপরের তলায় জঙ্গিরা আশ্রয় নিয়েছিল। হামলার কয়েক ঘণ্টা পর থেকেই সেনা ও পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। অবশেষে দীর্ঘ ৩০ ঘণ্টা দুই পক্ষের লড়াইয়ের পর পরিস্থিতি দেশের সেনার নিয়ন্ত্রণে এসেছে বলে জানান হয়েছে। উল্লেখ্য, মে মাসেই সোমালিয়ার ক্ষমতায় এসেছেন নতুন প্রেসিডেন্ট। এর মধ্যেই প্রথম বড় হামলা হল সে দেশে।

এদিকে জানা গিয়েছে, আহতরা সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ অনেকের অবস্থা শোচনীয় ছিল যখন তাদের হোটেল থেকে উদ্ধার করা হয়েছিল। আবার এও জানা গিয়েছে, হাসপাতালে পৌঁছনোর পর অনেকের মৃত্যু হয়েছে এবং মরদেহ বাড়ির পরিজনরা নিয়ে চলে গিয়েছে। কিন্তু সংখ্যা কত, সেই তথ্য এখনও সরকারের কাছে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *