জনতার বিক্ষোভে বিতর্কিত বিল বাতিল করতে বাধ্য হল হংকং

হংকং: অবশেষে প্রত্যর্পণ বিল বাতিল করল হংকং৷ এর আগে প্রচন্ড চাপের মুখে এই বিলটি স্থগিত করা হয়েছিল আইনসভা৷ এবার আনুষ্ঠানিকভাবে এই বিল বাতিলের কথা জানানো হয়েছে৷ বিচারের জন্য হংকংয়ের বাসিন্দাদের চিনের মূল ভূখণ্ডে পাঠানোর সুযোগ রেখে করা ওই বিলের কারণে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছিল৷ তাতে অংশগ্রহণ করেছিলেন কয়েক লক্ষ মানুষ৷ ওই বিলের পক্ষে যারা সমর্থন

43cb51235c9e0c552daa54166c049e0d

জনতার বিক্ষোভে বিতর্কিত বিল বাতিল করতে বাধ্য হল হংকং

হংকং: অবশেষে প্রত্যর্পণ বিল বাতিল করল হংকং৷ এর আগে প্রচন্ড চাপের মুখে এই বিলটি স্থগিত করা হয়েছিল আইনসভা৷ এবার আনুষ্ঠানিকভাবে এই বিল বাতিলের কথা জানানো হয়েছে৷ বিচারের জন্য হংকংয়ের বাসিন্দাদের চিনের মূল ভূখণ্ডে পাঠানোর সুযোগ রেখে করা ওই বিলের কারণে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছিল৷ তাতে অংশগ্রহণ করেছিলেন কয়েক লক্ষ মানুষ৷

ওই বিলের পক্ষে যারা সমর্থন জানিয়ে অনেকেই বলেছিলেন, এই আইনটি রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে মানুষের সুরক্ষার জন্য রাখা হয়েছে৷ চিনের মূল ভূখণ্ড থেকে ধর্মীয় বা রাজনৈতিক ভাবে নিপীরণের মুখোমুখি হওয়া যে কাউকে রক্ষার জন্য এই আইনে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে৷ তবে প্রথম থেকেই এই বিল নিয়ে সমালোচনায় সরব বিরোধীরা৷ অবশেষে বিলটি বাতিলের দাবিতে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ শামিল হন কয়েক লক্ষ মানুষ৷ বিক্ষোভ সামলাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে৷ জলকামান, কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ৷ কিন্তু, তাতেও দমেনি সাধারণ মানুষের বিক্ষোভ৷ আটক বহু বিক্ষোভকারী৷

১৯৯৭ সালে যুক্তরাজ্য থেকে হংকং চিনের কাছে পুনরায় হস্তান্তরিত হওয়ার পর প্রত্যর্পণ বিল বাতিল আনা হয়৷ এই আন্দোলনটি হংকংয়ে সবচেয়ে বড় আন্দোলন প্রত্যর্পণ বিল যেন বাস্তবায়িত করা না হয়, সে জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করতে রাজপথে নেমে বিক্ষোভ দেখেছিল জনতা৷ অবশেষে উত্তেজিত জনতার বিক্ষোভ থামাতে বাধ্য হয়ে বিল বাতিল করল সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *