বাংলাদেশে ক্রমশ কমছে হিন্দু জনসংখ্যা, নেপথ্য কারণ কী?

বাংলাদেশে ক্রমশ কমছে হিন্দু জনসংখ্যা, নেপথ্য কারণ কী?

ঢাকা: বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় গোটা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে৷ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় সরব হয়েছেন বিদ্বজ্জনেরা৷ বাংলাদেশের এই ঘটনার পর চর্চায় সে দেশে হিন্দু জনসংখ্যায় পতনের হার৷ 

আরও পড়ুন- গ্রেফতার আপাতত ৪৫০! হিংসার ছক তালিব সমর্থক জামাতের, সন্দেহ হাসিনার

বিভিন্ন সময়ে আদমশুমারির দিকে নজর দিলে দেখা যাবে ১৯০১ সালে ব্রিটিশ জমানায় বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল ৩৩ শতাংশ৷ সেই সময় মুসলিম জনসংখ্যা ছিল ৬৬.১ শতাংশ৷ ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই সে দেশে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমতে থাকে৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মুসলিম জনসংখ্যা৷  ২০১১ সালে তা ০৮.৫ শতাংশে এসে পৌঁছয়৷ ১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মপ্রকাশ করে বাংলাদেশ৷ ১৯৭২ সালের ৮ নভেম্বর নব গঠিত বাংলাদেশের সংবিধানে নিজেদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করে৷ কিন্তু ১৯৮৮ সালে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়৷ 

২০১১ সালে সর্বশেষ আদমশুমারি হয় বাংলাদেশে৷  তাতে দেখা যায় বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ০৮.৫ শতাংশ৷ মুসলিম জনসংখ্যা ৯০.০ শতাংশ৷ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জানান, সরকারের তরফে তাঁদের গত বছর জানানো হয়েছিল, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে৷ যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য প্রমাণ তাঁদের হাতে নেই৷ হরং দেখা গিয়েছে, দেশ ভাগের সময় বিপুল পরিমাণ হিন্দু পূর্ব পাকিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিল৷ আবার পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্ম হওয়ার সময়েও হিন্দুরা সে দেশ থেকে এ দেশে চলে আসে৷ আবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বহু হিন্দুকে ধর্মান্তরিত করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে৷ 

 
রানা দাশগুপ্তের অভিযোগ, বাংলাদেশে হিন্দুরা দিনের পর দিন অত্যাচারিত৷ এখানে সংখ্যালঘুদের কোনও সম্মান নেই। নেই জীবনের নিরাপত্তা। সেই কারণেই ক্রমণ হিন্দু সংখ্যা কমছে৷ সম্প্রতি দুর্গা মণ্ডপে হামলা ও হিন্দুদের ঘরবাড়ি জ্বালানোর ঘটনা প্রকাশ্যে এসেছে৷ কিন্তু এই ঘটনা নতুন নয় বলেও তাঁর দাবি৷ 

রানা দাশগুপ্তের কথায়, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয়৷ তার পর থেকেই বাংলাদেশের নিজস্বতা হারিয়ে গিয়েছে৷ তাঁর কথায়, মুজিব পরবর্তী সময় থেকেই বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে৷ বাংলাদেশ পাকিস্তানে পরিণত হয়েছে৷ এবার হয়তো আফগানিস্তান হয়ে উঠবে৷ 

হিন্দুদের প্রতি হাসিনা সরকারের ব্যবহার কেমন? রানা দাশগুপ্তের কথায়, প্রকাশ্যে ধর্মান্ধতাকে সমর্থন করত খালেদা জিয়া সরকার৷ কিন্তু হাসিনা সরকার অনেক বেশি সচেতন ও ভোটব্যাঙ্কের রাজনীতিতে পারদর্শী৷ দুই সরকারকে এক সারিতে না বসালেও হাসিনা সরকারকে প্রমাণ করতে হবে যে, তারা সংখ্যালঘুদের সঙ্গে আছে৷ তাঁর কথায়, বাংলাদেশে যে ভাবে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে, তার জেরেই হিন্দুদের সংখ্যা কমেছে৷ আগামী দিনে বাংলাদেশ থেকে হিন্দুরা নিশ্চহ্ন হয়ে যাবে৷ আওয়ামী লিগ সরকারও ক্ষমতায় আসার পরেও কিন্তু বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করেনি৷  একনজরে দেখে নিন বাংলাদেশে হিন্দুদের পরিসংখ্যান-

সাল          মুসলিম জনসংখ্যা (%)            হিন্দু জনসংখ্যা (%) 
১৯০১              ৬৬.১                                          ৩৩
১৯১১              ৬৭.২                                           ৩১.৫ 
১৯২১              ৬৮.১                                           ৩০.৬ 
১৯৩১              ৬৯.৫                                          ২৯.৪ 
১৯৪১               ৭০.৩                                          ২৮
১৯৫১               ৭৬.৯                                         ২২ 

১৯৬১              ৮০.৪                                           ১৮.৫ 
১৯৭৪               ৮৫.৪                                          ১৩.৫
১৯৮১               ৮৬.৭                                          ১২.১ 
১৯৯১                ৮৮.৩                                         ১০.৫
২০০১                ৮৯.৬                                         ০৯.৩ 
২০১১                 ৯০.০                                          ০৮.৫  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *