বিদেশের মাটিতে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল হিন্দি

নয়াদিল্লি: আবু ধাবিতে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল হিন্দি। এতদিন আবু ধাবির আদালতে সরকারি ভাষা ছিল ইংরেজি ও আরবি। এবার তার সঙ্গে যোগ হল হিন্দি। সংযুক্ত আরব আমিরশাহির সরকারের আইন মন্ত্রকের তরফে বলা হয়েছে, হিন্দিকে আদালতের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে হিন্দিভাষী মানুষজন এখন থেকে আইনি বিষয়গুলি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এতদিন হিন্দিভাষী মানুষজন কোনও

বিদেশের মাটিতে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল হিন্দি

নয়াদিল্লি: আবু ধাবিতে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল হিন্দি। এতদিন আবু ধাবির আদালতে সরকারি ভাষা ছিল ইংরেজি ও আরবি। এবার তার সঙ্গে যোগ হল হিন্দি।

সংযুক্ত আরব আমিরশাহির সরকারের আইন মন্ত্রকের তরফে বলা হয়েছে, হিন্দিকে আদালতের ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে হিন্দিভাষী মানুষজন এখন থেকে আইনি বিষয়গুলি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এতদিন হিন্দিভাষী মানুষজন কোনও অভিযোগ জানাতে গেলে ভাষার কারণে সমস্যায় পড়তেন। কারণ বিচার ব্যবস্থায় কাজের ভাষা ছিল আরবি ও ইংরেজি। এবার তা হচ্ছে হিন্দি। এতে দেশের প্রায় ২১ লাখ ভারতীয়র অনেকটাই সুবিধে হবে।

২০১৬ সালের একটি হিসেব মতো দেশের লোকসংখ্যা পঞ্চাশ লক্ষ। এদের দুই তৃতীংশই বিদেশি। কর্মসূত্র তাঁরা সেদেশে রয়েছেন। আইন মন্ত্রকের সচিব ইউসুফ সাইদ আল আরবি জানিয়েছেন, বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fifteen =