১৫ লক্ষ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট, অবিরাম তুষারঝড়! শৈত্যপ্রবাহে কাঁপছে আমেরিকা

১৫ লক্ষ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট, অবিরাম তুষারঝড়! শৈত্যপ্রবাহে কাঁপছে আমেরিকা

নিউইয়র্ক: অবস্থা যে এমনই হবে তার আশঙ্কা আগে থেকেই ছিল। ‘বম্ব সাইক্লোন’ নিয়ে সতর্কতা জারি ছিল কিন্তু পরিস্থিতি ঠেকানো গেল না। আমেরিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন প্রবল তুষারপাত, প্রায় ১৫ লক্ষ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট। মারাত্মক শৈত্যপ্রবাহের ফলে কার্যত স্তব্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের একাংশ। শুক্রবার সন্ধ্যার পর থেকে কার্যত অন্ধকারে ডুবে রয়েছে আমেরিকার একটি প্রদেশ। গাড়ি থেকে বিমান চলাচল সবই প্রায় বন্ধ হয়ে রয়েছে।

আরও পড়ুন- ডনেৎস্কে প্রত্যাঘাত, ইউক্রেন সেনার গোলায় বর্ষণে গুরুতর জখম রাশিয়ার প্রাক্তন উপপ্রধানমন্ত্রী!

প্রশাসনের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে, খুব প্রয়োজন না পড়লে যেন কেউ বাড়ির বাইরে না বের হন। আপাতত উত্তর ও দক্ষিণ ডাকোটা, ওকলাহোমা, আইওয়া-সহ আরও বেশ কয়েকটি এলাকায় মানুষ সতর্কতা মেনে চলছে। তবুও বিরাট তুষারপাতে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি এমন যে, ফুটন্ত জল নিমেষে বরফে পরিণত হচ্ছে আর দেশের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ইতিমধ্যে মাইনাস ৫০ ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, এই ঝড়ের কারণে প্রায় ১৩৫ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। 

 

কী এই ‘বম্ব সাইক্লোন’? আসলে শৈত্য প্রবাহের কারণে বায়ুমণ্ডলে চাপ কমে গেলে এই ঝড় তৈরি হয়। বায়ু কুণ্ডলীকৃত হয়ে ঝড়ের রূপে ঘূর্ণি তৈরি করে। দেশের প্রেসিডেন্ট জো বাইডেন জনসাধারণের প্রতি বার্তা দিয়ে সকলকে সচেতন থাকতে বলেছেন এবং মনে করিয়ে দিয়েছেন বিষয়টি একেবারেই হালকাভাবে নেওয়ার নয়।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *