হ্যারিকেনের তাণ্ডবের দোসর দাবানল, হাওয়াইয়ে মৃত্যু বাড়ছে

হ্যারিকেনের তাণ্ডবের দোসর দাবানল, হাওয়াইয়ে মৃত্যু বাড়ছে

হাওয়াই: হ্যারিকেন ঝড় আছড়ে পড়ার পর এমনই তাণ্ডব শুরু হয়েছিল। তার ওপর আবার অগ্নিকাণ্ড। এই মুহূর্তে কার্যত ধ্বংসের রূপ নিয়েছে হাওয়াই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে বিপর্যয় বলে ঘোষণা করেছেন। অন্যদিকে হাওয়াইয়ের গভর্নরের দাবি, এত বড় প্রাকৃতিক বিপর্যয় এই প্রদেশের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি। ইতিমধ্যেই ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা যে আরও বাড়তে পারে তার আশঙ্কাও আছে। 

গত মঙ্গলবার থেকে হাওয়াইয়ের মাউয়ি দ্বীপে হ্যারিকেনের তাণ্ডবে বিধ্বস্ত ছিল। তার ফলেই আবার অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চোখের পলকে ছড়িয়ে পড়ে দাবানল। এর জেরে হাওয়াইয়ের মাওয়ি দ্বীপ কার্যত বিপর্যস্ত। ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে তো জানাই গিয়েছে, তা ছাড়াও অনেকে প্রাণ বাঁচাতে সমুদ্র ঝাঁপ দিয়েছে বলেও খবর। অর্থাৎ মৃতের সংখ্যা বাড়লে অবাক হওয়ার থাকবে না। যদিও উদ্ধারকারীদের মতে, দ্বীপের ৮০ শতাংশ এলাকায় আগুন নিয়ন্ত্রণ করা গিয়েছে। স্থানীয়দের মতে, এখনও মাউয়ি দ্বীপের অবস্থা সঙ্গীন। 

মার্কিন সরকার দাবানলকে ইতিমধ্যেই বিপর্যয় হিসাবে আখ্যা দিয়ে রাষ্ট্রের তহবিল ব্যবহার করে ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। তবে মৃত্যু বাদ দিয়ে কত মানুষ এখনও ঘরছাড়া, কত বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা তাদের কাছে। শুধুমাত্র তারা হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনতে পেরেছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 20 =