hamas
গাজা: গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্টাইন গোষ্ঠী হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তা এখনই থামার নয়। ওই দিন অতর্কিতে ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস বাহিনী। তারপর থেকে এখন এই মুহূর্ত পর্যন্ত ঠিক কত মানুষের মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। এই আবহে আরও ভয়ঙ্কর হুঁশিয়ারি দিল হামাস। তারা জানাল, ইজরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার অঙ্গীকার নিয়েছে তারা। তাই ‘৭ অক্টোবর’ আবার ফিরে আসবে। স্বাভাবিকভাবেই এই বার্তার পর আশঙ্কা করা হচ্ছে, নতুনভাবে কোনও বড় হামলার ছক কষে ফেলেছে হামাস বাহিনী।
শেষ কয়েক সপ্তাহের হিসেবে শুধু প্যালেস্টাইনে মারা গিয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। আহত ২০ হাজারেরও বেশি। এছাড়া গাজার ওয়েস্ট ব্যাংকেও নিহতের সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক! আর গাজায় গত তিন সপ্তাহে অন্তত ৩ হাজার ৩০০ শিশু প্রাণ হারিয়েছে। ইজরায়েল-হামাস যুদ্ধ যে কী ভয়ানক রূপ নিয়েছে তা আলাদা করে বলতে হবে না। কেউই আসলে দমে যাওয়ার পাত্র নয়। ইতিমধ্যেই প্যালেস্টাইনের ওপর হামলা চালিয়ে ইজরায়েল হামাস বাহিনীকে নিঃশেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বহু বাঙ্কার এবং গোপন ডেরা ধ্বংস করেছে তারা। হামাসও চুপ করে থাকার নয়।
সম্প্রতি লেবাননের এক সংবাদমাধ্যমকে হামাসের এক প্রতিনিধি জানিয়েছে, ইজরায়েলের ওপর হামলা একবার করা হয়েছে এমন নয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারও করা হবে। এই দেশটির অস্তিত্ব মুছে ফেলতে তারা বদ্ধপরিকর। তাই ৭ অক্টোবরের রাত আবার ফিরে আসবে, খুব তাড়াতাড়ি। হামাস স্পষ্ট বোঝাতে চেয়েছে, তারা যে হামলা চালিয়েছিল তা ন্যায্য।