গাজায় বিমানহানায় দেশেরই ১৩ জনকে মেরেছে ইজরায়েল! হামাস-বার্তা

গাজায় বিমানহানায় দেশেরই ১৩ জনকে মেরেছে ইজরায়েল! হামাস-বার্তা

hamas

গাজা: কী ভাবে হামাসের এত বড় আক্রমণের আভাস পেল না ইজরায়েল সেনা তা নিয়ে ইতিমধ্যেই চাপে রয়েছে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এবার হামাসের এক বার্তা তাদের চাপ আরও বাড়াল। তারা দাবি করেছে, গাজাতে বিমানহানা করে ইজরায়েল নিজের দেশেরই ১৩ জনকে হত্যা করেছে! হামাসের এই দাবি ঘিরে এখন চাঞ্চল্য ছড়িয়েছে।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের বহু মানুষের যেমন মৃত্যু হয়েছে, গাজায় একাধিক ইজরায়েলিকে পণবন্দিও করে রেখেছে হামাস। তাদের ছাড়াতে আগেই হুঙ্কার দিয়ে রেখেছিল ইজরায়েল। বলা হয়েছিল, পনবন্দিদের মুক্ত না করা পর্যন্ত তারা থামবে না। হামাসকে নিশ্চিহ্ন করে ছাড়বে। এই আবহে উত্তর গাজার ১০ লক্ষ বাসিন্দাকে এলাকা খালি করতেও নির্দেশ দিয়েছিল ইজরায়েল। বোঝা গিয়েছিল, তারা এবার স্থলভাগ থেকে আক্রমণ শুরু করবে। তার আগেই বড় দাবি করল হামাস বাহিনী। তাদের স্পষ্ট কথা, ইজরায়েলি বায়ুসেনার হামলায় সে দেশেরই পণবন্দিদের মৃত্যু হয়েছে। 

এদিকে আবার ইজরায়েল সেনার বিশেষ ইউনিট ‘শায়িটেট ১৩’ দাবি করেছে তারা গাজায় ঢুকে হামাস বাহিনীর বাঙ্কার  থেকে ২৫০ জন অপহৃতকে উদ্ধার করেছে। শুধু তাই নয়, হামাসের ৬০ সদস্যকে খতমও করেছে। এই লড়াইয়ের ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই দু’পক্ষ মিলিয়ে ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − six =