মসজিদে পরিণত হেগিয়া সোফিয়া, ঘটনায় দুঃখ প্রকাশ পোপ ফ্রান্সিসের

মসজিদে পরিণত হেগিয়া সোফিয়া, ঘটনায় দুঃখ প্রকাশ পোপ ফ্রান্সিসের

2ae77b0a79415132ccf52bbd8cd4ae40

ইস্তানবুল:  হেগিয়া সোফিয়া মিউজিয়ামকে মসজিদে রূপান্তরিত করতে চলেছে তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরডোগান।  এরডোগানের এই সিদ্ধান্ত প্রকাশ পাওয়ার পরেই বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন খ্রিস্টানদের ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

রবিবার ভ্যাটিকান থেকে তিনি বলেন, যতবার হেগিয়া সোফিয়ার কথা মনে পড়ে যাচ্ছে,  মানসিক যন্ত্রণা হচ্ছে। হেগিয়া সোফিয়াকে মসজিদে পরিণত করাকে কোনওভাবেই মেনে নিতে পারছি না।  বিশ্বজুড়ে নিন্দার মাঝেই এরডোগান সাফাই গেয়েছেন, দেশের সার্বভৌমত্বকে আরও বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে ইসলাম ধর্মালম্বীদের পাশাপাশি সকল ধর্মের দর্শনর্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।  বিশ্বের আন্তর্জাতিক নেতারা এরডোগানকে তাঁর সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন।  রাশিয়ার তরফে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা তহয়েছে বলে জানা গিয়েছে।  গ্রিস, ফ্রান্সের পাশাপাশি ইউনেস্কো ঘটনার তীব্র নিন্দা করেছেন।

জানা গিয়েছে, তুরস্কের আদালতে রায় দেওয়ার পরেই স্থানীয় টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হয়। সেখানে হেগিয়া সোফিয়ায় প্রথম নামাজ পড়ার জন্য আহ্বান করা হয়।  হেগিয়া সোফিয়ার সামনে বহু মানুষকে এরপর জড়ো হতে দেখা যায়।  স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তাঁরা  আল্লাহ আকবর ধ্বনি তুলতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *