মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা, প্রিন্সিপালকে লক্ষ্য করে গুলি প্রাক্তনীর

মার্কিন স্কুলে বন্দুকবাজের হামলা, প্রিন্সিপালকে লক্ষ্য করে গুলি প্রাক্তনীর

হিউস্টন:  মার্কিন মুকুলে ফের বন্দুকবাজের হামলা৷ স্কুলে ঢুকে প্রিন্সিপালকে লক্ষ্য করে গুলি চালাল স্কুলেরই প্রাক্তন ছাত্র৷ এই ঘটনায় কোনও পড়ুয়ার হতাহতের খবর নেই৷ তবে গুরুতর জখম হয়েছেন প্রিন্সিপাল৷ ঘটনাটি ঘটেছে টেক্সাসের হিউস্টনে ইয়েস প্রেপ সাউথওয়েস্ট সেকেন্ডারি স্কুলে৷ এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে৷ অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ৷

আরও পড়ুন- নতুন দাবি ভারতের কাছে! নয়াদিল্লিকে চিঠি পাঠাল তালিবান

শুক্রবার সকাল ১১টা নাগাদ নীরিহ ছাত্রের মতো স্কুলে ঢুকে আচমকা গুলি চালাতে শুরু করে এক প্রাক্তনী৷ বয়স ২৫ বছর৷ স্কুলে ঢুকেই প্রিন্সিপালের ঘরের সামনে পৌঁছে যায় সে৷ সেই সময় বন্ধ ছিল প্রিন্সিপালের ঘরের কাঁচের দরজা৷ বাইরে থেকেই প্রিন্সিপালকে লক্ষ্য করে গুলি চালায় সে৷  এই ঘটনায় গোটা স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ 

প্রাথমিক খবরে জানা গিয়েছিল, বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন স্কুলের এক সাফাইকর্মী৷ পরে জানা যায় একেবারে প্রিন্সিপালকে লক্ষ্য করে গুলি চালিয়েছে আততায়ী৷ গুরুতর জখম অবস্থায় প্রিন্সিপালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ 

এই ঘটনার কিছুক্ষণের মধ্যই পুলিশের জালে ধরা পড়ে ওই আততায়ী৷ কেন প্রিন্সিপালকে লক্ষ্য করে সে গুলি চালাল, তা জানার চেষ্টা চলছে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরেই এই কাজ করেছে সে৷ তবে এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা৷ এদিকে হামলার পরেই গোটা এলাকা নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে৷ বাসিন্দাদের বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে৷ হিউস্টন পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে, ওই ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এলকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =