দামী বিচ্ছেদ! স্ত্রীকে ৪.২ লক্ষ কোটি টাকা খোরপোশ আমাজন অধিকর্তার

ওয়াশিংটন: বিবাহ বিচ্ছেদও যে কোনও মহিলাকে বিশ্বের ধনী ব্যক্তিত্বদের তালিকাভুক্ত করতে পারে তার প্রমাণ দিলেন ম্যাকেঞ্জি বেজোস। ওয়াশিংটন নিবাসী এই মহিলা বিশ্বের নম্বর ওয়ান ধ্বনি জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী। যিনি বিচ্ছেদের খোরপোশ হিসেবে স্বামী জেফের থেকে ৪.২ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ পেতে চলেছেন। এই টাকা ম্যাকেঞ্জিকে টেসলা প্রধান এলন মাস্ক ওফেসবুক প্রধান মার্ক জুকারবার্গের থেকেও

দামী বিচ্ছেদ! স্ত্রীকে ৪.২ লক্ষ কোটি টাকা খোরপোশ আমাজন অধিকর্তার

ওয়াশিংটন: বিবাহ বিচ্ছেদও যে কোনও মহিলাকে বিশ্বের ধনী ব্যক্তিত্বদের তালিকাভুক্ত করতে পারে তার প্রমাণ দিলেন ম্যাকেঞ্জি বেজোস। ওয়াশিংটন নিবাসী এই মহিলা বিশ্বের নম্বর ওয়ান ধ্বনি জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী। যিনি বিচ্ছেদের খোরপোশ হিসেবে স্বামী জেফের থেকে ৪.২ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ পেতে চলেছেন। এই টাকা ম্যাকেঞ্জিকে টেসলা প্রধান এলন মাস্ক ওফেসবুক প্রধান মার্ক জুকারবার্গের থেকেও ধনী হিসেবে প্রতিষ্ঠা দেবে। একই সঙ্গে বিশ্বের অন্যতম ধনীর তালিকা থেকে নাম কাটা যাবে জেফের. এই ২০১৮-তেই অ্যাপল ও মাইক্রোসফটকে হারিয়ে ধনীর শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন জেফ বেজোস। বিচ্ছেদের ক্ষতিপূরণ বাবদ টাকা দিতে গিয়ে তিনি সেই পদ হারাতেন।

ফিরে আসি জেফের ব্যবসা প্রসঙ্গে, ২৫ বছর আগে অনলাইন রিটেল সেক্টর আমাজন শুরু করেছিলেন জেফ। ওই বছরই ব্যবসা শুরুর আগে ম্যাকেঞ্জিকে বিয়ে করেন তিনি। তারপর বেজোস দম্পতি তাঁদের ব্যবসাকে যৌথভাবে বাড়িয়ে নিয়ে গিয়েছেন। বিরাট অঙ্কের টাকা রোজগারের সঙ্গে ব্যাবসার প্রতিপত্তি বেড়েছে, যশ খ্যাতিও অর্জন করেছেন জেফ। কিছুদিন আগে এই দম্পতি যৌথবৈবে টুইট করে তাঁদের দীর্ঘ ২৫ বছরের দ্বাম্পত্যের ইতি টানেন। তাঁরা জানান, আমরা একে অপরের সঙ্গে ভীষণ সূখি দাম্পত্য কাটিয়েছি। এজন্য তাঁরা পরস্পরের কাছে কৃতজ্ঞ। এখন বিবাহ বিচ্ছেদে গিয়ে সেই সুন্দর প্রেম ও বিরহের সম্পর্কের ইতি টানতে চলেছেন। তবে একটা সম্পর্ক লুপ্ত হলেও বাকি জীবন বন্ধুত্বের সম্পর্কে অটল থাকবেন তাঁরা।

ওয়াকিবহাল মহলের খবর, এই বিচ্ছেদ উপলক্ষে মার্কিন আদালত অনুসারে তাঁর ব্যাবসার অর্ধেক পাবেন ম্যাকেঞ্জি। কেননা বিয়ের পরেই এই প্রতিপত্তি এসেছে। আদালতের বাইরে যদি তাঁরা নিজেরা সমঝোতা করে নেন তো ভাল, নাহলে আদালতের নির্দেশেই সম্পত্তির ভাগাভাগি করা হবে। বেজোসদের বাড়ি ওয়াশিংটনে। সেই বাড়ি দুজনেরই থাকবে। ওয়াশিংটনের আইন অনুযায়ী বিচ্ছেদ স্বামীর সম্পত্তি সমান দুভাগে ভাগ হবে। তাই এই নির্দেশিকা অনুসারে বেজোসদের বিচ্ছেদ পৃথিবীর ইতিহাসে সব থেকে দামি বিচ্ছেদ হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 7 =