৯৯ বছর বয়সে প্রথম স্কুলজীবন শুরু করলেন বৃদ্ধা

আর্জেন্টিনার: বয়স ৯৯৷ তাতে কী৷ শিক্ষার কী আর বয়স হয়! বয়সের প্রতিবন্ধকতা কাটিয়ে নাতি-নাতনিদের হাত ধরে এবার স্কুলে যাওয়া শুরু করলেন ৯৯ বছরের বৃদ্ধা৷ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের এই বৃদ্ধা বসবাস করেন। ৯৯ বছর বয়সী এই বৃদ্ধার নাম ইউসেবিয়া লিওনর করদাল। তিনি জানান, পড়াশোনার পাশাপাশি তিনি কম্পিউটার শিখবেন বলেও পরিকল্পনা করেছেন। ইউসেবিয়া খুব অল্প বয়সে

আর্জেন্টিনার: বয়স ৯৯৷ তাতে কী৷ শিক্ষার কী আর বয়স হয়! বয়সের প্রতিবন্ধকতা কাটিয়ে নাতি-নাতনিদের হাত ধরে এবার স্কুলে যাওয়া শুরু করলেন ৯৯ বছরের বৃদ্ধা৷

৯৯ বছর বয়সে প্রথম স্কুলজীবন শুরু করলেন বৃদ্ধাআর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের এই বৃদ্ধা বসবাস করেন। ৯৯ বছর বয়সী এই বৃদ্ধার নাম ইউসেবিয়া লিওনর করদাল। তিনি জানান, পড়াশোনার পাশাপাশি তিনি কম্পিউটার শিখবেন বলেও পরিকল্পনা করেছেন। ইউসেবিয়া খুব অল্প বয়সে তাঁর মাকে হারান। আরও অনেক ব্যক্তিগত সমস্যার কারণে তাঁর প্রাথমিক স্কুলের চৌকাঠ পেরনো হয়নি। তবে তাঁর জীবন নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেলেও লেখাপড়ার প্রতি তাঁর টান দুর্বল করতে পারেনি। অদম্য ইচ্ছা থেকে তিনি এই বয়সে ভর্তি হয়েছেন বুয়েনস এইরেসের ল্যাপ্রিদায় বয়স্কদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে। সপ্তাহে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে যান। নতুন করে শিক্ষাজীবন শুরুর পর তিনি এক দিনও স্কুল কামাই করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *