নাতির প্রেমিকার সঙ্গে যৌন সঙ্গম দাদুর! সন্তানের ডিএনএ রিপোর্টে প্রকাশ

নাতির প্রেমিকার সঙ্গে যৌন সঙ্গম দাদুর! সন্তানের ডিএনএ রিপোর্টে প্রকাশ

ওয়াশিংটন: নাতির প্রেমিকার সঙ্গে দাদুর সম্পর্কে জড়ানোর তথ্য সামনে এল সম্প্রতি৷ এই খবরটি সত্যি নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা৷ এহেন ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় নেটাগরিকদের শেয়ার করেছেন এক ব্যক্তি৷ টিকটকে @stacks1400 নামে তাঁর অ্যাকাউন্টে তিনি নিজের প্রেমিকা এবং দাদুর প্রতারণার কথা তুলে ধরেছেন৷ বহু বছর পর,  সন্তানের ডিএনএ পরীক্ষা করাতেই তিনি জানতে পারেন এটি তাঁর নয়, দাদুর সন্তান৷ তখনই তিনি বুঝতে পারেন যে গোপনে তাঁর প্রেমিকার সঙ্গে তার দাদুর সম্পর্ক ছিল৷

তার সঙ্গে হওয়ায় এই প্রতারণার কথা তিনি নেট দুনিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সেখানে তিনি কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন৷ এত বছর ধরে যাকে তিনি নিজের ছেলে হিসেবে যাকে বড় করছিলেন, সে আদতে তাঁর দাদুর সন্তান৷ ফলে সম্পর্কে তিনি ছেলেটির মামা হবেন৷ তাঁর বান্ধবী একই সঙ্গে তাঁর এবং তাঁর দাদুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন৷ অথচ তিনি ঘুণাক্ষরেও তা টের পাননি৷ এমনকি প্রেমিকার গর্ভে যে তাঁর নয়, দাদুর সন্তান, সেটাও বুঝতে পারেননি এত বছর ধরে৷ আসলে তিনি ধারণাও ছিল না যে এমনটা ঘটতে পারে৷ তিনি ভাবতেও পারেননি যে ওই বয়সেও দাদু তাঁরই বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারেন৷ ফলে তাঁদের সম্পর্ক থেকে ভূমিষ্ঠ সন্তানকে এত বছর নিজের সন্তান বলে মেনে এসেছেন৷

সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ওই ভাইরাল হওয়া ভিডিওটিতে তিনি আরও বলেন যে, সত্যিটা জানার পর এখন থেকে তিনি আর এই ছেলেটিকে নিজের সন্তান হিসেবে ভাবতে পারবেন না৷ কারণ এত বছর তিনি নিজেকে যে ছেলেটির বাবা বলে বিশ্বাস করতেন,  তিনি আসলে তাঁর মামা! বহু মানুষ তার এই ভিডিও দেখেছেন এবং ওই ব্যক্তিকে সান্ত্বনা দিয়েছেন৷ এক ব্যক্তির কমেন্ট, সাহস হারাবেন না। অন্য এক ব্যক্তি লিখেছেন যে, এই বান্ধবীই তাঁর জন্য অযোগ্য৷ অনেকেই নেট মাধ্যমে এই ভেঙে পড়া প্রেমিককে সাহস জুগিয়েছেন৷ তবে এরপরও ওই ব্যক্তি আরও একটি ভিডিও পোস্ট করেন৷ সেই ভিডিওয় তিনি বলেন যে, প্রেমিকার প্রতারণার খেসারত ছোট্ট ছেলেটিকে দিতে হবে না৷ তার সঙ্গে তিনি সবসময়ই ভালো ব্যবহারই করবেন৷ কারণ এই ঘটনায় সেই ছেলেটি একেবারেই নির্দোষ৷ তিনি চেষ্টা করবেন আগের মতোই সেই ছেলেটিকে ভালবাসতে৷ শুধু তাই নয়, যাঁরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে সমর্থন করেছেন, তাঁদের সকলকে তিনি ধন্যবাদ জানান ওই ব্যক্তি৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *