২০০ মুসলিম প্রচারককে দেশ ছাড়া করল সরকার

কলম্বো: ৬০০ বিদেশিকে দেশ থেকে ফেরত পাঠাল শ্রীলঙ্কা সরকার। যার মধ্যে প্রায় ২০০ জন ইসলামিক প্রচারক। ইস্টার বিস্ফোরণ জনিত কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে শ্রীলঙ্কা প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রী বজিরা আবেওয়ার্দেনা জানিয়েছেন, যদিও এই ধর্ম যাজকরা বৈধ ভাবেই দেশে প্রবেশ করেছেন, তাসত্ত্বেও বিস্ফোরণ কাণ্ডের ফলে আমরা দেখতে পেয়েছি অনেকেরই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও তারা

২০০ মুসলিম প্রচারককে দেশ ছাড়া করল সরকার

কলম্বো: ৬০০ বিদেশিকে দেশ থেকে ফেরত পাঠাল শ্রীলঙ্কা সরকার। যার মধ্যে প্রায় ২০০ জন ইসলামিক প্রচারক। ইস্টার বিস্ফোরণ জনিত কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে শ্রীলঙ্কা প্রশাসন।

স্বরাষ্ট্র মন্ত্রী বজিরা আবেওয়ার্দেনা জানিয়েছেন, যদিও এই ধর্ম যাজকরা বৈধ ভাবেই দেশে প্রবেশ করেছেন, তাসত্ত্বেও বিস্ফোরণ কাণ্ডের ফলে আমরা দেখতে পেয়েছি অনেকেরই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও তারা থেকে গেছেন। তাই তাদের উপর জরিমানা ধার্য করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ‘‘দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের ভিসা ব্যবস্থা খতিয়ে দেখে ধর্মীয় প্রচারকদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আরো কঠোর নিয়মের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে,’’ মন্তব্য তাঁর।

গোটা শ্রীলঙ্কা জুড়েই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কোনও সন্দেহভাজন ব্যক্তি দেখলেই দেওয়া হয়েছে গ্রেপ্তারির পরোয়ানা। সমগ্র দেশ জুড়ে বাড়ি বাড়ি ঢুকে চালানো হচ্ছে তল্লাশি অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =