ওয়াশিংটন: কর ফাঁকি দিতে নেদারল্যান্ডস্-এর একটি ভুয়ো সংস্থার মাধ্যমে প্রায় ২,৩০০ কোটি মার্কিন ডলার (প্রায় ১,৬১,০০০ কোটি টাকা) বারমুডায় সরিয়েছে গুগল্। দু’বছর আগে ওই বিপুল অর্থ সরানো হয়েছে বলে ডাচ চেম্বার অফ কমার্স জানিয়েছে। ওই নথি অনুযায়ী, ২০১৭ সালে নেদারল্যান্ডস্ হোল্ডিংস বিভি নামে একটি সংস্থার মাধ্যমে ১,৯৯০ কোটি ইউরো (২,২৭০ কোটি মার্কিন ডলার) গুগল্ বারমুডায় সরিয়েছে। কর ফাঁকি দিতেই এই পদক্ষেপ করেছে গুগল্। তার আগের বছরও (২০১৬) একই কাজ করেছিল মার্কিন সংস্থাটি। তবে, ২০১৬ সালে অর্থ সরানোর পরিমাণ ছিল ২০১৭-র তুলনায় ৪০০ কোটি ইউরো কম।
২৩০০ কোটি ডলার পাচার গুগ্লের
ওয়াশিংটন: কর ফাঁকি দিতে নেদারল্যান্ডস্-এর একটি ভুয়ো সংস্থার মাধ্যমে প্রায় ২,৩০০ কোটি মার্কিন ডলার (প্রায় ১,৬১,০০০ কোটি টাকা) বারমুডায় সরিয়েছে গুগল্। দু’বছর আগে ওই বিপুল অর্থ সরানো হয়েছে বলে ডাচ চেম্বার অফ কমার্স জানিয়েছে। ওই নথি অনুযায়ী, ২০১৭ সালে নেদারল্যান্ডস্ হোল্ডিংস বিভি নামে একটি সংস্থার মাধ্যমে ১,৯৯০ কোটি ইউরো (২,২৭০ কোটি মার্কিন ডলার) গুগল্ বারমুডায়