ভালো কাজের মাসুল, খুন পুলিশের সোর্স! উত্তাল ঢাকা

ঢাকা: খুন হয়েছে পুলিশের সোর্স৷ যাকে অনেকেই বলেন খোচর৷ সচরাচর সংবাদপত্রে এমন৷খবর দেখেন কী? যাঁদের খবর প্রায় কেউ রাখে না তাঁদের আবার মরা-বাঁচা কী? অপরাধ জগৎ এবং পুলিশের সঙ্গে সমানতালে তাল মিলিয়ে চলা এই রহস্যময় ব্যক্তিত্বদের জীবন-মরণের খবর রাখেন সংবদমাধ্যমও৷ কারণ খবর রাখা তো খোচরদেরই কাজ৷ তেমনই এক পুলিশের সোর্স খুন হয়েছেন৷ তাঁর মৃত্যুর খবর

ভালো কাজের মাসুল, খুন পুলিশের সোর্স! উত্তাল ঢাকা

ঢাকা: খুন হয়েছে পুলিশের সোর্স৷ যাকে অনেকেই বলেন খোচর৷ সচরাচর সংবাদপত্রে এমন৷খবর দেখেন কী? যাঁদের খবর প্রায় কেউ রাখে না তাঁদের আবার মরা-বাঁচা কী? অপরাধ জগৎ এবং পুলিশের সঙ্গে সমানতালে তাল মিলিয়ে চলা এই রহস্যময় ব্যক্তিত্বদের জীবন-মরণের খবর রাখেন সংবদমাধ্যমও৷ কারণ খবর রাখা তো খোচরদেরই কাজ৷

তেমনই এক পুলিশের সোর্স খুন হয়েছেন৷ তাঁর মৃত্যুর খবর চলে এসেছে প্রকাশ্যে৷ কলকাতায় নয়৷ ঢাকায়৷ ঘটনা ঢাকার সিপাহীবাগ এলাকার৷ স্থানীয় খিলগাঁও থানার পুলিশের জন্য সোর্স হিসাবে কাজ করত মুরাদ হোসেন৷ সোমবার রাতে বাড়ি ফিরছিলেন৷ কিছু মাদক ব্যবসায়ী তাঁকে হত্যা করেছে বলেই অনুমান করছে ঢাকা পুলিশ৷

কলকাতা পুলিশের সোর্স নিয়ে অনেক গল্প লেখা হয়েছে৷ কিন্তু কোন সোর্সের পরিণতি কী হয়েছে তা নিয়ে কেউ কখনও মাথা ঘামায় না৷ কলকাতার খবরের কাগজে পুলিশের সোর্সের খুনের খবরও বিশেষ ছাপা হয় না৷

ঢাকার এই পুলিশের সোর্স এক বিশাল মাদক চক্রের খোঁজ দিয়েছিল বলে পুলিশ জানিয়েছে৷ ঢাকার প্রথম শ্রেণীর সংবাদপত্র প্রথম আলোয় মুরাদ হোসেনের মৃত্যুর খবর ছাপা হয়েছে৷ মাদক ব্যবসায়ী মিন্টু কে ধরিয়ে দেওয়ার পিছনে মুরাদেরই হাত রয়েছে৷

মুরাদ নেই, কিন্তু হাজার হাজার সোর্স সেই খবর পেয়েছে৷ বাংলাদেশ বা তার বাইরে আত্মগোপন করে থাকা পুলিশের সোর্সরা নিজের প্রানের ঝুঁকি নিয়েই মানুষের ভালো করে চলেছে৷ তাঁরা কিন্তু খবর হয় না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *