রাতের সমুদ্র চিড়ে ছুঁটে চলেছে উজ্জ্বল নীলাভ ডলফিন! দেখুন ভিডিও

রাতের সমুদ্র চিড়ে ছুঁটে চলেছে উজ্জ্বল নীলাভ ডলফিন! দেখুন ভিডিও

e7ee27b19e0ebb50b7717dd1efdb42a9

ক্যালিফোর্নিয়া:  অস্ত যাওয়ার আগে সূর্য যেন ওদের গায়ে ছুঁইয়ে দিয়েছিল আগুনের ছটা৷ সেই তেজ গায়ে মেখেই সমুদ্রের বুক চিড়ে ছুঁটে চলেছে ডলফিনের দল৷ সমুদ্রের কালো জল ভেদ করে তাদের শরীরে ফুটে উঠেছে উজ্জল নীলাভ দ্যূতি৷  

নিউ পোর্ট সমুদ্র সৈকতে এই অপরূপ ভিডিওটি লেন্স বন্দি করেছেন ক্যালিফোর্নিয়ার ফটোগ্রাফার প্যাট্রিক কোয়েন৷ ওই ভিডিওটিতে ধরা পড়েছে  প্রকৃতির এক অসামান্য রূপ৷ যেখানে দেখা যাচ্ছে, জলের নীচে ‘জ্বলজ্বল’ করছে ডালফিনের দল৷ আলো ঠিকরে বেরচ্ছে তাদের শরীর থেকে৷ তাদের এই জলকেলিতে রাতে সমুদ্রের ঢেউয়েও যেন গুলেছে উজ্জ্বল নীল আলো আসলে বায়োলুমিনসেন্ট জলের মধ্যে দিয়ে ছুটে চলেছিল ডলফিনগুলি৷ ডায়নোফ্লাজেলেটস নামক অনুজীবের জন্য এই বায়োলুমিনসেন্ট হয়৷ যার ফলে রাতের অন্ধকারেও জ্বলজ্বল করে ওঠে কোনও বস্তু৷  

কোয়েন জানান, ‘‘কয়েক ঘন্টার জন্য জল সফরে বেরিয়েছিলাম আমরা৷ আমাদের সফর শেষ হওয়ার কিছুক্ষণ আগে এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হলাম৷ জলের মধ্যে দেখা মিলল জ্বলজ্বলে ডলফিনের৷’’  প্রসঙ্গত, নিউ পোর্ট তটের এই বায়োলুমিনসেন্স পৃথিবী বিখ্যাত৷ রাতের অন্ধকারে এই জলে হাত দিলেও তা চকচকে দেখাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *