যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন, সেনবাহিনীকে নির্দেশ চিন প্রেসিডেন্টের

যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। বছরের শুরুতেই প্রথম ভাষণে সেনবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন চিন প্রেসিডেন্ট শি জিনপিং। স্বাভাবিকভাই চিনের রাষ্ট্রপতির এমন বক্তব্যে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। সূত্রের খবর, দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছি চিন। আবার অন্যদিকে আমেরিকার সঙ্গ বাণিজ্য যুদ্ধের টক্কর লেগেই রয়েছে। ফলে নিজেদর আধিপত্য বজায় রাখতেই যেকোনও পরিস্থিতির

যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন, সেনবাহিনীকে নির্দেশ চিন প্রেসিডেন্টের

যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। বছরের শুরুতেই প্রথম ভাষণে সেনবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন চিন প্রেসিডেন্ট শি জিনপিং। স্বাভাবিকভাই চিনের রাষ্ট্রপতির এমন বক্তব্যে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। সূত্রের খবর, দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছি চিন।

আবার অন্যদিকে আমেরিকার সঙ্গ বাণিজ্য যুদ্ধের টক্কর লেগেই রয়েছে। ফলে নিজেদর আধিপত্য বজায় রাখতেই যেকোনও পরিস্থিতির জন্য সেনাবাহিনীকেই প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন জিনপিং। মাত্র একদিন আগেই আমেরিকার ধাঁচে ‘মাদার অফ অল বম্বস’ বানিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে চিন। তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের এই হুমকিকে হালকা ভাবে নিতে নারাজ কূটনৈতিকে বিশেষজ্ঞরা। আরও জানা গেছে, দক্ষিণ চিন সাগরে চিনা অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও ভিয়েতনাম।

শুরু থেকেই বিরোধিতা জানিয়ে এসেছে আমেরিকা, জাপান ও ভারতও। আবার, মাথাচাড়া দিয়ে উঠছে তাইয়ানও। নতুন বছরের শুরুতেই শি বলেছেন, আমরা চাই তাইওয়ান চিনের সঙ্গে যুক্ত হোক। সেজন্য বলপ্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সেই ১৯৪৯ সাল থেকে দুই দেশে পৃথক প্রশাসন চালু আছে। কিন্তু চিন বিশ্বাস করে এটি চিনেরই অবিচ্ছেদ্য অংশ। ফলে আচমকা সতর্ক হয়ে উঠেছে আন্তর্জাতিক বিশ্বও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *