বার্লিন: কোভিড ১৯ সংক্রমণের জেরে আতঙ্কে গোটা দুনিয়া। তবে ভাইরাস মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাহবা দিচ্ছে বিশ্ববাসী। প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা লড়াই করছেন মারণ ভাইরাসের বিরুদ্ধে। অথচ তাঁরাই কি না পাচ্ছেন না পর্যাপ্ত সুরক্ষা? এমনই পরিস্থিতির সম্মুখীন জার্মানির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাই অভিনব প্রতিবাদে সরব হয়েছেন তরুণ থেকে প্রবীণ চিকিৎসকরা। একদল চিকিৎসক তাঁদের নগ্ন ছবি সেই দেশেরই একটি ওয়েবসাইটে পোস্ট করেছেন। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া তাঁরা যে কতটা অসহায়, তা বোঝাতেই এই প্রতীকী উপায় অবলম্বন করেছেন বলেই সংবাদসূত্রে জানা গেছে।
মারণ ভাইরাস কোভিড ১৯-এ জেরবার বিশ্বের প্রথমসারির দেশগুলিও। বিশ্ব জুড়ে তৈরি হওয়া এই সঙ্কটে প্রধান ভূমিকা নিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে জনসাধারণ। তবে করোনা মোকাবিলায় যাঁরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন, তাঁদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে নানা ক্ষেত্রে। জার্মানির ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাছাড়া সংবাদসূত্রে প্রকাশ, কয়েক সপ্তাহ আগেই জার্মানি অভিযোগ করেছিল, তাদের অর্ডার করা প্রোটেক্টিভ ফেস মাস্ক পৌঁছেছিল মার্কিন মুলুকে।
স্বাভাবিকভাবেই পিপিই-র ঘাটতি তৈরি হয় সেই দেশে। এই পরিস্থিতিতে প্রায় ১০০০ জন চিকিৎসক পিপিই-র দাবিতে পিটিশনও দেন একটি ওয়েবসাইটে। একই সঙ্গে সেই ওয়েবসাইটে নিজেদের নগ্ন ছবি দেন চিকিৎসকরা। 'সুরক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া চিকিৎসা পরিষেবা চালু রাখার ক্ষেত্রে আমরা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে, সেই পরিস্থিতি বোঝানোর জন্যই আমাদের নগ্নতা', জানিয়েছেন রুবেন বারাউ নামে এক চিকিৎসক। প্রতিবাদী চিকিৎসদের মধ্যে অন্য একজন বলেন, 'করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবায় আমরা যুক্ত থাকতে চাই। কিন্তু আমাদের সুরক্ষার বিষয়টিও নজরে রাখতে হবে।' তবে সূত্রের খবর, এই ঘটনা প্রকাশ্যে আসতেই সেই দেশের সরকার পর্যাপ্ত পিপিই সরবরাহের জন্য পদক্ষেপ করছে।