শিশুপাঠ্যে ঢুকছে লিঙ্গ বৈষম্য, কী শিখছে পড়ুয়ারা?

মা রান্না করে আর ইস্ত্রি করে৷ বাবা কাজ করে আর বই পড়ে৷ ক্রিয়াপদ শেখাতে ইতালির স্কুলে একটি পাঠ্যবইতে লেখা আছে এমনই৷ ইতালির প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের দেওয়া হয় এই বই৷ ফেসবুকে এই বইয়ের পাতা পোস্ট করার পর তা নিয়ে তোলপাড় গোটা দেশ৷ ছাত্রছাত্রীদের বলা হয়েছে, যে ক্রিয়াপদ লাগসই নয়, তা বাদ দাও৷ অপশন দেওয়া

শিশুপাঠ্যে ঢুকছে লিঙ্গ বৈষম্য, কী শিখছে পড়ুয়ারা?

মা রান্না করে আর ইস্ত্রি করে৷ বাবা কাজ করে আর বই পড়ে৷ ক্রিয়াপদ শেখাতে ইতালির স্কুলে একটি পাঠ্যবইতে লেখা আছে এমনই৷ ইতালির প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের দেওয়া হয় এই বই৷ ফেসবুকে এই বইয়ের পাতা পোস্ট করার পর তা নিয়ে তোলপাড় গোটা দেশ৷

শিশুপাঠ্যে ঢুকছে লিঙ্গ বৈষম্য, কী শিখছে পড়ুয়ারা?ছাত্রছাত্রীদের বলা হয়েছে, যে ক্রিয়াপদ লাগসই নয়, তা বাদ দাও৷ অপশন দেওয়া হয়েছে, মা রান্না করে/ইস্ত্রি করে/সাজায়৷ বাবা কাজ করে/বই পড়ে/ব্যাঙের মতো ডাকে৷ ব্যাকরণগতভাবে যতই ঠিক হোক, রাজনৈতিকভাবে মোটেই ঠিক নয়৷ অনেকেরই মতে, এটা অবাস্তব, আদিম যুগের মতো ধ্যানধারণা৷

এর আগে একটি ইতালিয়ান পাঠ্যে বাচ্ছাদের গানের মধ্যে ঢোকানো হয়েছিল, মা কাপড় কাচে, রান্না করে, ইস্ত্রি করে, মাঝেমধ্যে একটু গুনগুনও করে৷ বাবা কেবল ফুটবল খেলে, ঠাকুর্দা গ্যাস্টোনের সঙ্গে পাইপ টানে৷ ইউনেস্কো জানিয়েছে, গোটা দুনিয়ার পাঠ্যবইয়ে এধরনের লিঙ্গ বৈষম্য এবং মন্তব্য জলভাত৷ মেয়েদের কেবলই ঘরের কাজেই আটকে রাখা হয়৷ লিঙ্গসাম্যের পথে লুকোনো রয়েছে বহু বাধা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *