এবার ব্রিটিশ মুদ্রায় স্থান পাবেন গান্ধীজি, কৃষ্ণাঙ্গদের অবদানকে সম্মান

এবার ব্রিটিশ মুদ্রায় স্থান পাবেন গান্ধীজি, কৃষ্ণাঙ্গদের অবদানকে সম্মান

লন্ডন: ব্রিটিশ ইতিহাসে কৃষ্ণাঙ্গদের অবদানকে সম্মান জানাতে এবার নয়া উদ্যোগ নিল ব্রিটেনের বরিস জনসন সরকার৷ আর সেই উদ্যোগের অংশ হিসেবে মহাত্মা গান্ধীর ছবি দেওয়া নতুন মুদ্রা প্রকাশ করতে চাইছে সে দেশের সরকার৷

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাকের দফতর থেকে এই সুখবর শোনানো হয়েছে৷ ইতিমধ্যেই প্রস্তাবিত কয়েনের ডিজাইন রয়্যাল মিন্ট অ্যাডভাইজরি কমিটির কাছে পাঠানো হয়েছে বলে খবর৷ দ্রুত তা মুদ্রণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে৷

ইতিমধ্যেই  ব্রিটেনজুড়ে ‘উই টু বিল্ট ব্রিটেন’ নামে একটি প্রচার শুরু হয়েছে৷ তাতে বিশিষ্ট কৃষ্ণাঙ্গদের সম্মান জানিয়েছে বরিস জনসন সরকার৷ সম্মান জনাতে তাঁদের ছবি-সহ মুদ্রা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে বরিস জনসন সরকার৷ এবার সেই তালিকার প্রথমে রয়েছে মহাত্মা গান্ধীর নাম৷

এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গুপ্তচর নুর ইনায়াত খান থেকে শুরু করে জামাইকার ব্রিটিশ নার্স মেরি সিকোল রয়েছেন ওই তালিকায়৷ ‘উই টু বিল্ট ব্রিটেন’ প্রচার অভিযানকে নেতৃত্ব দেওয়া জেহরা জাহিদিকে এ সংক্রান্ত একটি চিঠি লিখেছেন সুনাক৷ তাতে তিনি জানিয়েছেন, কৃষ্ণাঙ্গ, এশীয় ও অন্যান্য সম্প্রদায়ের বহু মানুষ ব্রিটেনের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *