জি ২০ সম্মেলন বিশ্বনেতাদের বার্তা মোদির, কী বললেন নমো?

ওসাকা: গোটা বিশ্বে এই মুহূর্তে সব থেকে বড় বিপদ সন্ত্রাসবাদ৷ সন্ত্রাসবাদ শুধু নিরীহ মানুষের প্রাণহা নেয় না, আর্থিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে তোলে৷ ফলে, আমাদের উচিত সন্ত্রাসবাদকে মদতের সবরকম পথ বন্ধ করে দেওয়া৷ জি-২০ সম্মেলনের ব্রিকস গোষ্ঠীর নেতাদের বৈঠকে এমনই বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জাপানের ওসাকায় ব্রিকস নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷

জি ২০ সম্মেলন বিশ্বনেতাদের বার্তা মোদির, কী বললেন নমো?

ওসাকা: গোটা বিশ্বে এই মুহূর্তে সব থেকে বড় বিপদ সন্ত্রাসবাদ৷ সন্ত্রাসবাদ শুধু নিরীহ মানুষের প্রাণহা নেয় না, আর্থিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে তোলে৷ ফলে, আমাদের উচিত সন্ত্রাসবাদকে মদতের সবরকম পথ বন্ধ করে দেওয়া৷  জি-২০ সম্মেলনের ব্রিকস গোষ্ঠীর নেতাদের বৈঠকে এমনই বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

জাপানের ওসাকায় ব্রিকস নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী৷ বৈঠকে তিনি বলেন, বর্ণবিদ্বেষ ও সন্ত্রাসবাদে সব ধরনের মদত বন্ধ হওয়া প্রয়োজন৷ গোটা বিশ্বই সাধারণ কিছু চ্যালেঞ্জর মুখোমুখি হচ্ছে৷ বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশের সংরক্ষণশীল মানসিকতা, ডব্লুটিওর মতো আর্থিক প্রতিষ্ঠানগুলিকে একপেশে সিদ্ধান্তের মাধ্যমে পরিচালিত করা ও সন্ত্রাসবাদের বিপদ৷ এই চ্যালেঞ্জের মোকাবিলায় পাঁচ দফা দাওয়াই দেন প্রধানমন্ত্রী৷

মোদি বলেন, ডব্লুটিওকে শক্তিশালী করা, রক্ষণশীলতার বিরুদ্ধে লড়াই, শক্তি ক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার ক্ষেত্রে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন৷ এদিন মূলত তিনটি বড় চ্যালেঞ্জের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 6 =