খালি হাতে বিশ্বের বিভিন্ন বহুতল বেয়ে ওঠাই গ্রেপ্তার ফরাসি সুপারম্যান

ম্যানিলা: খালি হাতে বিশ্বের বিভিন্ন বহুতল বেয়ে ওঠাই নেশা অ্যালেইন রবার্টের। আইফেল টাওয়ার, সিডনি অপেরা হাউস, কুয়ালা লামপুরে পেট্রোনাস টুইন টাওয়ার্স, দুবাইয়ের বুর্জ খালিফা- কোনও দড়ি ছাড়া চড়েছেন তিনি। নাম তুলেছেন গিনেস বুকেও৷ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় সেই একই কাজ করে গ্রেপ্তার হতে হল ৫৬ বছরের এই ফরাসি ‘ফ্রিক্লাইম্বার’কে৷ এদিন ম্যানিলার উচ্চতম বহুতল ‘জি টি টাওয়ার’-এ

খালি হাতে বিশ্বের বিভিন্ন বহুতল বেয়ে ওঠাই গ্রেপ্তার ফরাসি সুপারম্যান

ম্যানিলা: খালি হাতে বিশ্বের বিভিন্ন বহুতল বেয়ে ওঠাই নেশা অ্যালেইন রবার্টের। আইফেল টাওয়ার, সিডনি অপেরা হাউস, কুয়ালা লামপুরে পেট্রোনাস টুইন টাওয়ার্স, দুবাইয়ের বুর্জ খালিফা- কোনও দড়ি ছাড়া চড়েছেন তিনি। নাম তুলেছেন গিনেস বুকেও৷

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় সেই একই কাজ করে গ্রেপ্তার হতে হল ৫৬ বছরের এই ফরাসি ‘ফ্রিক্লাইম্বার’কে৷ এদিন ম্যানিলার উচ্চতম বহুতল ‘জি টি টাওয়ার’-এ উঠেছিলেন তিনি৷ কোনও দড়ি ছাড়া অ্যালেইনকে ৪৭ তলা বাড়িটির গা বেয়ে উঠতে দেখে আঁতকে উঠেছিলেন পথচারীরা৷ ভিড় জমে গিয়েছিল রাস্তায়৷ অভূতপূর্ব বিষয়টি দেখে মজাও পেয়েছেন অনেকেই৷ বহুতলটির মাথায় উঠে ফিরে আসতে অ্যালেইনের সময় লাগে প্রায় দু’ঘণ্টা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =