চিনা ল্যাব থেকেই ছড়িয়েছে মানুষ মারার ভাইরাস, দাবি নোবেলজয়ী বিজ্ঞানীর

চিনা ল্যাব থেকেই ছড়িয়েছে মানুষ মারার ভাইরাস, দাবি নোবেলজয়ী বিজ্ঞানীর

c92af0f71f88835ceca8ab3c44c5106e

ওয়াশিংটন: আমেরিকার পর এবার চিনের বিরুদ্ধে সুর চড়ালেন মেলালেন ফ্রান্সের নোবেলজয়ী বিজ্ঞানী লুক মন্তাজিনিয়ের৷ তথ্য দিয়ে নোবেলজয়ী বিজ্ঞানী সাফ জানিয়েছেন, বিশ্বজুড়ে মহামারী তৈরি হওয়ার পিছনে পয়েছে চিনের তৈরির ভাইরাস৷

নোবেলজয়ী বিজ্ঞানী লুক মন্তাজিনিয়ের দাবি, চিনা ল্যাবে এইডসের প্রতিষেধক ভ্যাকসিন তৈরি করতে গিয়ে মারণ করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে৷ ফরাসি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তথ্য দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, করোনা ভাইরাসের মধ্যে এইচআইভির-সহ ম্যালেরিয়ার জীবাণুও সন্ধান মিলেছে৷ ফলে, সন্দেহ তৈরি হচ্ছে৷ প্রাকৃতিকভাবে এমন ভাইরাস সৃষ্টি হতে পারে না বলেও দাবি করেছেন নোবেলজয়ী বিজ্ঞানী৷

মন্তাজিনিয়েরের মতে, ২০০০ সালের করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছে চিনের উহান ন্যাশনাল বায়োসেফটি ল্যাবেরটরিতে৷ মূলত উহান থেকেই প্রথম করোনা ছড়িয়ে পড়ার খবর মিলেছিল৷ যদিও গত ফেব্রুয়ারি মাসে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির ডিরেক্টর উয়ান ঝিমিং জানিয়ে দিয়েছিলেন, এখান থেকে কোনও ভাইরাস ছড়িয়ে পড়েনি৷ ভাইরাসটি কোনওভাবেই তাঁদের ল্যাব থেকে ছড়ায়নি বলেও দাবি করেন তিনি৷ আমেরিকা চিনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মানুষকে বিপথে চালিত করছে বলেও দাবি করেন তিনি৷

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস প্রথম ছড়িয়েছে পড়েছে৷ এরপর ফরাসি বিজ্ঞানীর নয়া দাবি ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা৷ যদিও করোনার আঁতুড়ঘর উহান নিয়ে ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছে চিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *