আজ বিকেল: সৌদি আরবের রাজা সেজে প্রতারণা, টানা তিন বছর এমন নকল রাজা সেজে লোক ঠাকনোর পর বমাল ধরা পড়ল অভিযুক্ত। শেষপর্যন্ত প্রাসাদোপম বাড়ি ছেড়ে তার ঠাঁই হল গিয়ে জেলের চোরা কুঠুরি। শুক্রবার মিয়ামি আদালত নকলা সৌদি রাজাকে ১৮ বছরের কারবাসের মেয়াদ শুনিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়।
জানা গিয়েছে, নকল রাজার প্রকৃত নাম গিগন্যাক, মূলত লোক ঠকিয়ে খাওয়াই তার কাজ। আদতে কলম্বিয়ার নাগরিক গিগন্যাককে এক দম্পতি দত্তক নেন, যাঁরা ফ্লোরিডার বাসিন্দা। পড়াশোনা শেষ করে কাজকর্মের চেষ্টা করেনি গিগন্যাক, লোক ঠকানোকেই পেশা হিসেবে গ্রহণ করেছিল। নানারকমভাবে প্রচারণা করেই তার খরচাপাতি চলে যেত। গত তিনবছর ধরে নিজেকে সৌদির রাজা হিসেবে পরিচয় দিচ্ছিল সে, খলিদ বিন আল সৌদ সেজে ফ্লোরিডায় থাকতে শুরু করে। প্রতারণা করেই বাল টাকাকড়ি কামিয়েছিল, প্রাসাদোপম এক বাড়িতেই থাকত, গুচ্ছের লোক লস্কর। কয়েক স্তরের নিরাপত্তাবলয় কোনও কিছুই বাদ যায়নি। প্রাইভেট জেট নিয়ে ঘুরে বেড়াতো, পিছনে পিছনে ছুটত দেহরক্ষীর দল, বছরের একটা নির্দিষ্ট সময় ফ্লোরিডায় আসে এই সৌদি রাজা।
এরই মধ্যে ফ্লোরিডার বেশ কিছু বড় বড় সংস্থার সঙ্গে চুক্তি করে নিজের ব্যাংকব্যালেন্স বাড়িয়ে নিলেও প্রতিশ্রুতিমতো সেই সব সংস্থাকে কিছুই দেয়নি সে। এদিকে দিনের পর দিন কথা দিয়ে কথা না রাখায় সৌদির রাজার বিরুদ্ধে বিভিন্ন সংস্থার ক্ষোভ জমছিল। তারা পুলিশের কাছে যেতেই ঘটে বিপত্তি, খোঁজ নিয়ে জানা যায়, এই লোকটি কোনও রাজা নয়, একজন প্রতারক। এর আগে ইঞ্জিনিয়ার সেজেও লোককে ঠকিয়েছে। এরপরই গিগন্যাকের ঠাঁই হয় জেলে। গত শুক্রবার তাকে ১৮ বছরের কারাবাসের সাজা শোনায় মিয়ামির এক আদালত।