ব্যাপক কর্মচ্যুতি ঠেকাতে ফোর্ড কোম্পানিকে সাময়িকভাবে অধিগ্রহণ করতে চলেছে ফরাসি সরকার। দক্ষিণপূর্ব ফ্রান্সে ব্লাঙ্কেফোর্টে গাড়ির গিয়ার বক্স তৈরি করার কারখানায় ৮৫০ জনের চাকরি বিপন্ন। আগামি আগস্টে উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফোর্ড কোম্পানি। এতে ক্ষিপ্ত ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার জানিয়েছেন, ওই কোম্পানিকে অধিগ্রহণ করার কথা ভাবা হচ্ছে। তাদের অন্য প্রস্তাব দেওয়া হলেও তারা শোনেনি। ফরাসি-বেলজিয়ান যন্ত্রাংশ তৈরির সংস্থা পুঞ্চ পাওয়ার গ্লিডে ওই কারখানা কিনতে আগ্রহী হলেও ফোর্ড রাজি হয়নি। তাই কারখানা চালু রাখতে সরকারি ব্যবস্থা নিতেও তারা পিছপা হবেন না। ফোর্ড কর্মী ছাঁটাইয়ের কথা বললেও ফরাসি সরকার তাতে রাজি নয়। এর আগে ফ্রান্সে ইস্পাত কারখানা আর্সেলর-মিত্তলের একটচি ব্লাস্ট পার্নেস বন্ধ করা নিয়ে বিবাদে জড়িয়েছিলেন প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া অলাদে।
গাড়ি নির্মাতা ফোর্ড অধিগ্রহণ করতে পারে ফ্রান্স
ব্যাপক কর্মচ্যুতি ঠেকাতে ফোর্ড কোম্পানিকে সাময়িকভাবে অধিগ্রহণ করতে চলেছে ফরাসি সরকার। দক্ষিণপূর্ব ফ্রান্সে ব্লাঙ্কেফোর্টে গাড়ির গিয়ার বক্স তৈরি করার কারখানায় ৮৫০ জনের চাকরি বিপন্ন। আগামি আগস্টে উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফোর্ড কোম্পানি। এতে ক্ষিপ্ত ফরাসি অর্থমন্ত্রী ব্রুনো লে মেয়ার জানিয়েছেন, ওই কোম্পানিকে অধিগ্রহণ করার কথা ভাবা হচ্ছে। তাদের অন্য প্রস্তাব দেওয়া হলেও তারা শোনেনি।