বোগোটা: ঘটেছিল বিমান দুর্ঘটনা। তাও আবার বিমান পড়েছিল অ্যামাজনের গভীর জঙ্গলে। এমনিতেও কেউ আশা করে না যে এখানে দিনের পর দিন কেউ এমনই বেঁচে থাকতে পারবে। কিন্তু রাখে হরি, মারে কে! বিমান দুর্ঘটনায় এই গহীন জঙ্গলে পড়েও বেঁচে গেল ৪ জন, তাও সবাই শিশু! অবিশ্বাস্য এই ঘটনা ঘটে গিয়েছে সম্প্রতি। বিমান দুর্ঘটনার প্রায় ২ সপ্তাহ পর এই চারজনকে উদ্ধার করা গিয়েছে। তার মধ্যে রয়েছে একটি ১১ মাসে একরত্তিও।
গত ১ মে কলম্বিয়ার আমাজনে ভেঙে পড়ে একটি চার্টার্ড বিমান। সেই ঘটনায় ঘটনাস্থলেই পাইলট-সহ তিন জনের মৃত্যু হয়। কিন্তু বিমানে আরও চারজন ছিল। সেই চারজন শিশুকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের খুঁজতে ১০০ সেনাকর্মী এবং গোয়েন্দা কুকুর নামানো হয় ঠিকই কিন্তু কেউই আশা করেনি তারা বেঁচে থাকবে। কিন্তু ১৪ দিন পর তাদের খুঁজে পাওয়া গিয়েছে বলেই জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
” style=”border: 0px; overflow: hidden”” title=”আরও গনগনে হবে সূর্য! আগামী ৫ বছরে ঝলসে যাবে পৃথিবী! বিপদের কথা শোনাল রাষ্ট্রপুঞ্জ!” width=”853″>
কিন্তু কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, শিশু উদ্ধারের কোনও খবর তাদের জানা নেই। এক্ষেত্রে সন্দেহ তৈরি হয়েছে গোটা বিষয় নিয়ে। প্রেসিডেন্টের দাবি, ১১ মাসের শিশু সহ ১২,৯ ও ৭ বছর বয়সী বাকিদেরও খোঁজ মিলেছে। কিন্তু চার শিশুকে সত্যিই উদ্ধার করা হয়েছে কি না, তা নিয়েও ধন্দ রয়েছে।