ওয়াশিংটন: উড়ন্ত সাপের কথা আজকাল মানুষের কাছে অজানা নয়। অনেকেই এই সাপের সম্পর্কে অনেক কিছু জানেন। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি এই উড়ান্ত সাপ নিয়ে নতুন তথ্য আবিষ্কার করেছেন।
অনেকে একে ট্রি স্নেকও বলেন। এটি ক্রিসোপোলিয়া প্যারাডাইস প্রজাতির সাপ। এক ডাল থেকে গাছের অন্য ডালে অতি সহজেই পৌঁছে যেতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় এই উড়ন্ত সাপ। ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ চিন, ফিলিপিন্সের মতো দেশে এই সরীসৃপ বেশি দেখা যায়। এর বিষ ক্ষতিকর হলেও জীবন হানিকর নয়।
এই ধরনের সাপের গায়ের রং কালো। এর গায়ে সবুজ ছোপ থাকে। সাধারণত টিকটিকি বা ছোট পোকামাকড় খেয়ে এরা জীবন ধারণ করে। তবে উড়ন্ত সাপ মানে যে এদের ডানা আছে এমন নয়। এইসব অনেক দূর পর্যন্ত লাফিয়ে যেতে সক্ষম। ৩ ফুট লম্বা এই সাপের গতিবেগ ঘণ্টায় ৪৯ কিলোমিটার। হাওয়ায় গ্লাইড করতে পারে এরা। আর সেই কারণে দীর্ঘ দূরত্ব অতিক্রম করা এদের কাছে খুব সহজ ব্যাপার।
বিজ্ঞানীরা এই সাপের গতিবিধি একটি হাই স্পিড ক্যামেরায় রেকর্ড করে তা খতিয়ে দেখছেন। তাদের ফাইন্ডিংস প্রকাশিত হয়েছে একটি সাইন্টিফিক জার্নালে। যার মাধ্যমে সামনে এসেছে অনেক নতুন তথ্য। গবেষণার কাজ করেছেন ভার্জিনিয়া টেক-এর প্রফেসররা। তাদের মতে, এই সাপ যখন তখন দেহ সোজা করে এবং দেহকে হালকা করে বাতাসে ভেসে যেতে সক্ষম। এদে ওড়ার প্রক্রিয়া দু'রকম। একটি বড় এমপ্লিচিউড এবং একটি ছোট এমপ্লিচিউড।
Researchers at Virginia Tech used high-speed motion capture to study how one snake species can leap several meters at a time https://t.co/PTg8GRooh1 pic.twitter.com/TkNAp7XJey
— CNN (@CNN) July 1, 2020