কিয়েভ: ‘গুপ্তচর বেলুন’ নিয়ে সাম্প্রতিক সময়ে বিরাট হইচই হয়েছে। আমেরিকার আকাশসীমায় দেখা গিয়েছিল এই ধরনের জিনিস যা আদতে চিনের বলেই দাবি। তবে এই বেলুন আদতে কী কাজ করে তা এখনও স্পষ্ট নয়। আমেরিকা কিন্তু ওই চিনা বেলুন গুলি করে নামিয়ে দিয়েছিল। এবার একই ধরনের উড়ন্ত বস্তু দেখা গিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। মনে করা হচ্ছে, তাঁদের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা রাশিয়াই এই বেলুন পাঠিয়েছিল। তবে সেটাও অবশ্য ধ্বংস করাই হয়েছে।
আরও পড়ুন- ধ্বংসস্তূপের নীচে ১০৪ ঘণ্টা থেকেও বাঁচলেন মহিলা, যুবকের ৯৪ ঘণ্টার লড়াই মূত্র খেয়ে
বৃহস্পতিবার ইউক্রেনের সেনার তরফে জানান হয়, তাঁদের দেশের আকাশে প্রায় ৬টি রহস্যজনক ‘বেলুন’ দেখা গিয়েছিল। সেগুলিকে তারা গুলি করে ধ্বংস করেছে। ইউক্রেনের দাবি, এই বেলুনগুলি রাশিয়া পাঠিয়েছিল আর তাতে নজরদারির বিভিন্ন সরঞ্জাম থাকার সম্ভাবনাই আছে। আরও দাবি করা হয়েছে, ইউক্রেনের সেনার অবস্থান, তারা কী করছে, কোথায় ক’জন আছে, সব জানতেই রাশিয়া নতুন পন্থা নিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ও বায়ুসেনার ক্ষমতা দেখার চেষ্টা করছে ভ্লাদিমির পুতিন বাহিনী। প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে টানা যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়ার। আন্তর্জাতিক মহলের তরফে একাধিকবার এই যুদ্ধ থামানোর আর্জি জানানো হলেও, তা এখনও পর্যন্ত থামেনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কোথাও ধ্বংসস্তুপের নীচে মৃত সন্তানের হাত ধরে বাবা! Devastating pictures emerging from Turkey” width=”560″>
উল্লেখ্য, দিন কয়েক আগেই উত্তর আমেরিকার আকাশে উড়তে দেখা গিয়েছিল চিনা বেলুন। পেন্টাগনের অভিযোগ ছিল, আমেরিকার সামরিক ঘাঁটিগুলির উপর নজরদারি চালাচ্ছে বেজিং। যদিও সেই দাবি নস্যাৎ করে চিন পাল্টা দাবি করে, নজরদারি নয়, আবহাওয়া ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্যই ওই বেলুন ওড়ানো হয়েছিল। হাওয়ার ধাক্কায় পথ পরিবর্তন করে সেটি আমেরিকার আকাশে ঢুকে পড়ে৷