১১ পাক জওয়ান-সহ ১৪ জনকে গুলি করে হত্যা জঙ্গিদের

করাচি: ফের পাকিস্তানের মাটিতে হামলা চালাল জঙ্গিরা। শুধু তাই নয়, ১৪ জন পাক সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে৷ মুখোশধারী বন্দুকবাজরা এই কাজ করেছে বলে খবর। যে দলটি হামলা চালিয়েছে, তারা পাক সেনার পোশাক পরে ছিল। ঘটনার কড়া নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী। ইমেলে বিবৃতি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বালোচ গোষ্ঠীদের সশস্ত্র বাহিনীর জোট।

a47b39ed079450375abfdca0dc938cc9

১১ পাক জওয়ান-সহ ১৪ জনকে গুলি করে হত্যা জঙ্গিদের

করাচি: ফের পাকিস্তানের মাটিতে হামলা চালাল জঙ্গিরা। শুধু তাই নয়, ১৪ জন পাক সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে৷ মুখোশধারী বন্দুকবাজরা এই কাজ করেছে বলে খবর। যে দলটি হামলা চালিয়েছে, তারা পাক সেনার পোশাক পরে ছিল। ঘটনার কড়া নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী। ইমেলে বিবৃতি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বালোচ গোষ্ঠীদের সশস্ত্র বাহিনীর জোট।

বৃহস্পতিবার ভোরে পাকিস্তানের করাচি থেকে বালুচিস্তানের গ্বাদরের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। মাকরান কোস্টাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ওরমারা শহরের কাছে বাসটিকে থামায় মুখোশধারী জঙ্গিরা। তাদের পরনে ছিল সেনার পোশাক। বাসটিকে থামিয়ে যাত্রীদের নামিয়ে এনে গুলি করে তারা।

বালোচ বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র সংগঠন ‘বালোচ রাজি আজোই সঙ্গার’ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘বেছে বেছে পাক সেনা এবং পাক উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের আমরা হত্যা করেছি। পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়ার পরেই হত্যা করা হয়েছে।’ পাক স্বরাষ্ট্রসচিব হায়দর আলি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘হামলাকারীরা সংখ্যায় ছিল প্রায় দু’ডজন। ওরা প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কোরের-এর পোশাক পরেছিল। মৃতেরা সবাই পাক নাগরিক। এখনও পর্যন্ত জানতে পেরেছি, মৃতদের মধ্যে এক জন পাক সেনা এবং এক জন পাক উপকূলরক্ষী বাহিনীর সদস্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *