হুবহু যেন মানুষের ঠোঁট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অদ্ভুতাকৃতির মাছ

হুবহু যেন মানুষের ঠোঁট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অদ্ভুতাকৃতির মাছ

ওয়াশিংটন: বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি। সত্যি। বিশাল বিশ্বের কত কিছুই না আছে যার সম্বন্ধে মানুষ এখনো জানে না। তার পরিচয় আজও অধরা। সমাধান হয়নি অনেক রহস্য। অনেক জায়গায় অনেক কিছু এখনও অনাবিষ্কৃত হয়ে পড়ে আছে। বিশেষ করে সমুদ্রের তলদেশ সম্পর্কে মানুষের ধারণা এখনো স্পষ্ট নয়। সেখানে যে কত সহস্র অজানা জিনিস আছে, তার কোন হিসেব নেই। মাঝে মাঝে তারই কিয়দাংশ প্রকাশ করে মানুষকে অবাক করে দেয় প্রকৃতি। সম্প্রতি এমনই একটা ঘটনা ঘটেছে। এমন এক মাছের খোঁজ পাওয়া গিয়েছে যা দেখে চোখ কপালে উঠেছে সবার।

সম্প্রতি এমনই একটি মাছের খোঁজ মিলেছে যার মুখের সঙ্গে হুবহু মিল রয়েছে মানুষের ঠোঁটের। এবং ঠোঁটের ভেতরে মানুষের যেভাবে দাঁত দুই পাটিতে সাজানো থাকে, এই মাছের ক্ষেত্রেও তাই। অদ্ভুত এই মাছের ছবি প্রকাশিত হয়েছে নেটদুনিয়ায়। আর প্রকাশ পাওয়ার পর তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। প্রচুর মানুষ এই মাছকে নিয়ে চর্চা শুরু করেছেন। এর আগেও একবার এই মাছের ছবি সামনে এসেছিল। কিন্তু তখন ছবি অস্পষ্ট হওয়ায় তা নিয়ে চর্চা খুব বেশিদিন চলেনি। কিন্তু এবারের ঘটনা আলাদা। এবারে মাছটি ধরা পরার পর যে ছবিটি তোলা হয়েছে তা অনেক স্পষ্ট। মানুষের ঠোঁট ও দাঁতের আকারের সাথে মাছের মুখের আকারের হুবহু মিল। অনেকে তো আবার এর ফটোশপ করে সেই ছবি ও ছড়িয়ে দিয়েছে  সোশ্যাল সাইটে।

মাছটির শরীরের মাঝামাঝি একটি লাল রঙের রেখা আছে। সেটাই মাছের শরীরকে দু ভাগে ভাগ করেছে। দুভাগের রং দুরকম। এর ওপরের অংশে খয়েরি ও ধূসর মেশানো রং। আর নিচের অংশে সাদার ভাগ বেশি। এই মাছের মুখ অনেকটাই লম্বা। চোখের সামনে রয়েছে ধূসর রঙের বর্ডার। যার ফলে এই জায়গাটি দেখতে অনেকটা বেল্টের মতো লাগে। এই ধরনের মাছের নাম ট্রিগার ফিশ। সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া ও তার আশপাশের অঞ্চলের অনেক জলাশয়ে এই  মাছের দেখা মেলে। এছাড়া ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই মাছ দেখতে পাওয়া যায়। সম্প্রতি যে মাছটি ধরা পড়েছে সেটি ধরেছেন মালয়েশিয়ার জেলেরা। এই ধরনের মাছ ট্রিগার ফিশ প্রায় ৪০ রকমের হয়। সম্প্রতি ধরা পড়েছে সেটি বিরল প্রজাতির। এর মুখ হুবহু মানুষের ঠোঁটের মতো দেখতে। ফলে এই মাছটি খুব কম সময়ের মধ্যেই সমগ্র বিশ্ববাসীর নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =