প্রয়াত ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা

প্রয়াত ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা

d875b8c30ce7955daa8f3adef534e0a2

নিউ ইয়র্ক: প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ইভানা তাঁর নিজের বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে তাঁকে উদ্ধার করতে নিউইয়র্কের অগ্নি নির্বাপন তথা জরুরি বিভাগের সদস্যরা পৌঁছলে ইভানাকে তাঁরা অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা ইভানাকে মৃত বলে ঘোষণা করেন। তবে নিউইয়র্ক পুলিশ সূত্রের খবর, তাঁর মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়নি।

অন্যদিকে ইভানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর প্রাক্তন স্বামী তথা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ইভানার মৃত্যু প্রসঙ্গে সম্প্রতি ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘যারা ইভানার কাছের মানুষ ছিলেন এবং তাঁকে ভালবাসতেন তাদের জন্য এটা অত্যন্ত খারাপ সময়। ইভানা আর আমাদের মাঝে নেই। সম্প্রতি তিনি তাঁর নিউইয়র্ক সিটির বাড়িতে মারা গিয়েছেন। ইভানা একজন চমৎকার এবং সুন্দর নারী ছিলেন। তিনি আমার প্রথম তিন সন্তানের মাও।’

উল্লেখ্য, এখনও পর্যন্ত মোট তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ছিলেন এই চেক রিপাবলিকান মডেল ইভানা। এই দম্পতির তিন সন্তানও রয়েছে। ১৯৯২ সালে ইভানার সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৩ সালে ফের বিয়ে করেন ট্রাম্প। তাঁর দ্বিতীয় স্ত্রীর নাম মার্লা ম্যাপলস। তবে সেই বিবাহেরও সমাপ্তি ঘটে ১৯৯৯ সালে। শেষে ২০০৫ সালে সুন্দরী মডেল মেলানিয়াকে বিয়ে করেন ট্রাম্প। এই মেলানিয়াই এখন ট্রাম্পের বর্তমান স্ত্রী এবং ট্রাম্প যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *