মাদ্রিদ: করোনার বলি হলেন স্পেনের রাজকুমারী৷ বছর ৮৬ র ওই রাজকুমারীর নাম মারিয়া টেরেসা৷ তিনি বোরবন পারমার রাজবংশের সদস্য ছিলেন৷ আরানজুয়েজের ডিউক এবং মৃতের ভাই রাজকুমার সিক্সটো এনরিকে রাজকুমারীর মৃত্যুর খবর জানিয়েছেন। স্পেনের রাজকুমারী হলেও মারিয়া টেরেসা প্যারিসে মারা গিয়েছেন। রাজকুমারী মারিয়া ফ্রান্সেই পড়াশোনা করেছেন৷ প্যারিসেই তিনি অধ্যাপনা করতেন৷ মাদ্রিদের একটি বিশ্ববিদ্যালয়েও সমাজতত্ত্ব নিয়ে পড়াতেন তিনি৷ তিনি সমাজসেবার সঙ্গেও যুক্ত ছিলেন৷ জানা গেছে, মাদ্রিদে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷
ইংল্যান্ডের প্রিন্স চার্লসেরও করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ রাজ পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে, রাজকুমার চার্লসের মধ্যে করোনা সংক্রমণের অল্প কিছু উপসর্গ দেখা গিয়েছে৷ এরপরই তিনি হোম কোয়ারেন্টাইনে চলে যান। এই খবর প্রকাশ্যে আসার পরই পুরো ইংল্যান্ড জুড়ে সতর্কতা জারি হয়েছে। স্পেনের অবস্থাও খারাপ বলে জানা গিয়েছে৷ স্পেনেও হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা৷ স্পেনে গত ২৪ ঘণ্টায় ৮৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ স্পেনে করোনা ভাইরাসের জেরে ৫,৬৯০জনের মৃত্যু হয়েছে৷
তবে করোনা ভাইরাসে আমেরিকার মানুষ সব থেকে আক্রান্ত হয়েছেন৷ আমেরিকার স্থানীয় সময় শুক্রবার রাত পর্যন্ত দেশটিতে ১ লক্ষ ১২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে৷ ১,৭০৯ জন মারা গিয়েছে৷ নিউ ইয়র্কে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন৷ প্রসঙ্গত, গত ডিসেম্বরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়৷ সেখান থেকেই করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে৷ বিশ্বে করোনা ভাইরাসে ছয় লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন৷ ত্রিশ হাজারের বেশি মানুষ বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷
করোনা ভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেল৷ শনিবার ইতালি প্রশাসনের তরফে জানানো হয়েছে, এদিন করোনা ভাইরাসের জেরে ৮৮৯ জনের মৃত্যু হয়েছে৷ শুক্রবার করোনা ভাইরাসের জেরে ইতালিতে মৃত্যু হয়েছে ৯৭৯ জনের৷ ইতালি ক্রমেই শশ্মানপুরীতে পরিণত হচ্ছে৷ জনস হকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২,৪৭২ জন৷ তার মধ্যে ১২, ৩৮৪ জন সুস্থ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷