মার্কিন বিমান বাহিনীর শীর্ষ পদে ভারতীয় তরুণী, নজির গড়লেন আনমোল

মার্কিন বিমানবাহিনীতে দেখা যাবে ভারতীয় বংশোদ্ভূত শিখ তরুণীকে। এমনই নজির গড়লেন আনমোল নারাঙ্গ। ওয়েস্ট পয়েন্টের ইউনাইটেড স্টেটস মিলিটারি আকাডেমি থেকে স্নাতক আমেরিকার প্রথম শিখ মহিলা সেকেন্ড লেফটেন্যান্ট নারাঙ্গ। শনিবার সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

ওয়াশিংটন: মার্কিন বিমানবাহিনীতে দেখা যাবে ভারতীয় বংশোদ্ভূত শিখ তরুণীকে। এমনই নজির গড়লেন আনমোল নারাঙ্গ। ওয়েস্ট পয়েন্টের ইউনাইটেড স্টেটস মিলিটারি আকাডেমি থেকে স্নাতক আমেরিকার প্রথম শিখ মহিলা সেকেন্ড লেফটেন্যান্ট নারাঙ্গ। শনিবার সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জর্জিয়ার রসওয়েলে জন্ম তাঁর। আনমোল নারাঙ্গের কথায়, তাঁর দাদু এককালে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। সেনাদলে কাজ করার আগ্রহ দাদুর সূত্রেই স্কুলে পড়ার সময়েই জন্মেছিল তাঁর মনে। সেই থেকেই শুরু হয়েছিল মানসিক প্রস্তুতি। এক মার্কিন সংবাদসংস্থাকে তিনি বলেন, 'আমার দাদু ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন, যা আমার জীবনে বিরাট প্রভাব ফেলেছিল। তাছাড়া এখান থেকেই সেনাবাহিনীর প্রতি আমার আগ্রহ তৈরি হয়। পরবর্তীকালে ওয়েস্ট পয়েন্টে আবেদন জমা দিয়েছিলেন। সেখান থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা করেন তিনি।

বর্তমানে সেকেন্ড লেফটেন্যান্ট আনমোল নারাঙ্গ জানান, এরপর তিনি ওখলাহোমার লটন-এর ফোর্ট সিল থেকে বিওএলসি (বেসিক অফিসার লিডারশিপ কোর্স) শেষ করবেন। তারপর ২০২১ সালে জাপানের ওকিনাওয়া-য় তিনি কাজে যোগ দেবেন। শনিবার সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিশেষ সম্মান পেয়ে গর্ব অনুভব করছেন আনমোল। মার্কিন স্বেচ্ছাসেবী সংস্থা শিখ কোয়ালিশনকে নারাঙ্গ বলেন, 'ওয়েস্ট পয়েন্ট অ্যাকাডেমি থেকে স্নাতক শেষ করে আমি খুব উচ্ছ্বসিত এবং আনন্দ অনুভব করছি। আমার এতদিনের স্বপ্ন পূরণ হওয়ায় আমি গর্বিত। জর্জিয়ায় আমার পরিবার এবং সেখানের শিখ সম্প্রদায়ের মানুষ আমার পাশে থেকেছেন। আমার এই সাফল্যের নেপথ্যে তাঁদের বিশেষ সহযোগিতা রয়েছে। আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছেন তাঁরা। এটা আমার কাছে বিরাট বড় পাওনা। আমার এই সাফল্যের মাধ্যমে আমি অন্যান্য আমেরিকান শিখ সম্প্রদায়কে বার্তা দিতে পেরেছি যে, তাঁরাও চাইলে যে কোনও ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারেন।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − sixteen =