এই প্রথম করোনা আক্রান্ত সারমেয়র মৃত্যু, পোষ্যদের নিয়ে বাড়ছে উদ্বেগ

এই প্রথম করোনা আক্রান্ত সারমেয়র মৃত্যু, পোষ্যদের নিয়ে বাড়ছে উদ্বেগ

নিউ ইয়র্ক: মানব দেহ ছাড়িয়ে মারণ করোনাভাইরাস থাবা বসাল সারমেয়র শরীরেরও৷ নিউ ইয়র্কে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক জার্মান শেফার্ডের৷ এই সারমেয় যে, কোভিড-১৯ আক্রান্ত ছিল তা নিশ্চিত করেছেন চিকিৎসকরা৷ জার্মান শেফার্ডটির বয়স হয়েছিল ৭ বছর৷ 

সারমেয়টির মৃত্যুর পর তার মালিক রবার্ট এবং অ্যালিসন মাহোনি ন্যাশনাল জিওগ্রাফিক-কে জানান, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শ্বাসকষ্ট শুরু হয় তাদের পোষ্য বাডি’র৷ এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন রবার্ট৷ বেশ কয়েক সপ্তাহ কোভিড-১৯ এ ভুগেছিলেন তিনি৷ তার পরই বাডি’র শ্বাসকষ্ট শুরু হয়৷ মে মাসে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার হয় বাডিকে৷ চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন কোভিড আক্রান্ত হয়েছে তাদের পোষ্য৷ গত জুন মাসে মার্কিন কৃষি দফতরের রিপোর্টে জানানো হয়, নিউ ইয়র্কের একটি জার্মান শেফার্ড করোনা আক্রান্ত হয়েছে৷ এই শেফার্ডটিই দেশের প্রথম করোনা আক্রান্ত সারমেয়৷ সেই সময় অবশ্য তার মালিকের নাম উল্লেখ করা হয়নি৷ 

এদিকে শ্বাসকষ্ট বাড়তে থাকায় দ্রুত অবস্থার অবনতি হচ্ছিল বাডি’র৷ বুকে পুরোপুরি শ্লেষ্মা জমে গিয়েছিল তার৷ ১১ জুলাই বমি শুরু হয় শেফার্ডটির৷ সঙ্গে চাক চাক রক্ত বেরতে থাকে৷ তবে করোনার জন্যই বাডির মৃত্যু হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত নন মাহোনি দম্পতি৷ তাঁরা জানান, পশু চিকিৎসকরা তাঁদের জানিয়েছিলেন করোনা ছাড়াও বাডি’র ইমিউন সিস্টেমে ক্যান্সার ছিল৷ যাকে বলা হয় লিমফোমা৷ 

নিউ ইয়র্কের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানান, জার্মান শেফার্ডের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল৷ কিন্তু পশুচিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার আগেই তাকে সমাধিস্থ করা হয়৷ ইউএসডিএ ডেটাবেস অনুযায়ী, আমেরিকায় ১২টি সারমেয়, ১০টি মার্জার, একটি বাঘ এবং একটি সিংহ করোনা আক্রান্ত হয়েছে৷ তবে পশুর শরীর থেকে এই ভাইরাসের মানব দেহে ছড়াচ্ছে কিনা, তার কোনও সুস্পষ্ট প্রমাণ নেই৷ তবে কোনও কোনও ক্ষেত্রে মানুষের শরীর থেকে পশুর শরীরে সংক্রমণ ছড়াতে পারে বলে জানিয়েছে ইউএসডিএ৷      আরও বিস্তারিত পড়ুন-https://m.hindustantimes.com/health/buddy-first-dog-to-test-positive-for-coronavirus-dies-in-new-york/story-ZnQ6Dvw7VPddtTthmkhNEI_amp.html এই লিঙ্কে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 6 =