প্রেমিকার জন্য ১০০ মোমবাতি জ্বালিয়ে ডিনারের ব্যবস্থা, অসতর্কতায় পুড়ে গেল গোটা বাড়ি

ইংল্যান্ড: প্রেমিকার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন অনেকেই করেন। কিন্তু কখনও ভেবেছেন মোমবাতির বাহুল্যে বাড়িতে দুর্ঘটনা ঘটে যেতে পারে কিনা? সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ইংল্যান্ডের শেফিল্ডে। মোমবাতির আগুন থেকে পুড়ে গেল গোটা বাড়ি। প্রেমিকাকে খুশি করতে ঘরে মোমবাতি জ্বালিয়ে বাইরে গিয়েছিলেন অ্যালবার্ট নদ্রে নামের এক ব্যক্তি। প্রেমিকাকে আনতে গিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফিরেই দেখেন বিপত্তি। প্রেমিকার সঙ্গে তিনি যখন বাড়ি ফেরেন, দেখেন কিছুই আর অবশিষ্ট নেই। সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ইংল্যান্ড: প্রেমিকার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন অনেকেই করেন। কিন্তু কখনও ভেবেছেন মোমবাতির বাহুল্যে বাড়িতে দুর্ঘটনা ঘটে যেতে পারে কিনা? সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ইংল্যান্ডের শেফিল্ডে। মোমবাতির আগুন থেকে পুড়ে গেল গোটা বাড়ি। প্রেমিকাকে খুশি করতে ঘরে মোমবাতি জ্বালিয়ে বাইরে গিয়েছিলেন অ্যালবার্ট নদ্রে নামের এক ব্যক্তি। প্রেমিকাকে আনতে গিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফিরেই দেখেন বিপত্তি। প্রেমিকার সঙ্গে তিনি যখন বাড়ি ফেরেন, দেখেন কিছুই আর অবশিষ্ট নেই। সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যালবার্ট নদ্রে নামে ওই ব্যক্তি শেফিল্ডের অ্যাবেডাল এলাকায় থাকেন। এদিন ফ্ল্যাটে প্রায় ১০০টি মোমবাতি জ্বালিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন। ভেবেছিলেন প্রেমিকাকে ইমপ্রেস করবেন তিনি। তাই ঘর সাজিয়ে রেখে প্রেমিকাকে অফিস থেকে আনতে গিয়েছিলেন। প্রেমিকাকে নিয়ে ফিরে আসার পর দেখেন যে গোটা ফ্ল্যাটটি দাউদাউ করে জ্বলছে। সোমবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ঘটনাট ঘটে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি খবর দেন দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

দমকল কর্তৃপক্ষ ওই ফ্ল্যাটের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেই সঙ্গে ঘটনার বিস্তারিত বর্ণনাও দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে জনগণকে। বাহিনীর পক্ষ থেকে লেখা হয়েছে, 'দেখতে পাচ্ছেন ১০০টি মোমবাতি? এখানে কী হয়েছিল জানেন? এখানে একটি রোম্যান্টিক ঘটনা ঘটতে চলেছিল। কিন্তু তা সম্ভব হয়নি। বরং একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গিয়েছে এই ঘটনা। মোমবাতি ব্যবহারের সময় যে সতর্কতা অবলম্বন করা উচিত। তা দেখিয়েছে এই ঘটনা।' ঘটনাটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ব্যক্তিকেও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। অনেকেই বলেছেন প্রেমিকাকে নিয়ে এসে মোমবাতি জ্বালানো উচিত ছিল তাঁর। যদিও প্রেমিকা কিন্তু ওই প্রেমিককে বিয়ের জন্য রাজি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 9 =