নিউইয়র্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নিউইয়র্ক শহরের ব্রঙ্কস এলাকায় একটি আবাসনে। আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৯ জনের, যাদের মধ্যে রয়েছে ৯ জন শিশু। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও ৩২ জন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। ব্রঙ্কসে ১৮১ নম্বর স্ট্রিটের একটি বহুতলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
যে তথ্য আপাতত সামনে আসছে তাতে জানা গিয়েছে, মোট ৬৩ জন এই অগ্নিকাণ্ডে আংশিক দগ্ধ হয়েছেন। হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছে ৩২ জন যাদের অবস্থা সঙ্গীন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল তা পুরোপুরি স্পষ্ট না হলেও প্রাথমিক অনুমান, একটি বৈদ্যুতিক হিটার থেকে এই আগুন লেগেছে। বহুতলের একটি ফ্ল্যাটে এই হিটার ছিল, সেখান থেকেই হয়তো শর্ট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে দমকলের প্রায় ২০০ ইঞ্জিন ছিল এবং এখন আগুল নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা যাচ্ছে। নিউইয়র্কের মেয়র এই ঘটনাকে বর্তমান সময়ে শহরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড হিসাবে বর্ণনা করেছেন।