fire
জোহানেসবার্গ: বিধ্বংসী আগুন, আর তাতে পুড়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৫৩ জনের, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের একটি বহুতলে। অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ যারা আহত তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মধ্যরাতেই জোহনেসবার্গে ওই বিল্ডিংয়ে আগুন লাগে এবং খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় ১.৩০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছ। বহুতলে আগুন লাগার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় দমকল বাহিনী। তাঁরা আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজও শুরু করে। অনেক মানুষকে এমারজেন্সি একজিট দিয়ে বের করে আনা হলেও অন্তত ৪৩ জন গুরুতর আহত হয়েছেন বলেই খবর। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা সম্ভব হয়নি। যদিও আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে খবর মিলেছে।
জানা গিয়েছে, যে বিল্ডিংয়ে এই অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে সেখানে ২০০ জনেরও বেশি মানুষ বসবাস করতেন। যদিও তারা হলেন অস্থায়ী বাসিন্দা। সেই কারণ আগুন লাগার কারণ নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। কেউ ইচ্ছে করে এই ঘটনা ঘটিয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আপাতত আশা করা হচ্ছে যে, যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি তারা দ্রুত সুস্থ হোক।