অবশেষে বন্ধ হল বিশ্বের প্রথম নগ্ন-রেস্তোরাঁ!

প্যারিসে চালু হওয়ার ১৫ মাসের মাথায় বন্ধ হতে চলেছে বিশ্বের প্রথম নগ্ন রেস্তোরাঁ৷ কারণ একটাই, গ্রাহক না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের৷ ২০১৭-র নভেম্বরে প্যারিসে চালু হয়েছিল নগ্ন-রেস্তোরাঁর৷ শুরু থেকেই হইচই ফেলে দেওয়ার রেস্তোরাঁর অভিনব ধারণা নজর কেড়েছিল বিশ্বের৷ রেস্তোরাঁ কর্তৃপক্ষের একটাই শর্ত ছিল, নগ্ন হয়ে রেস্তোরাঁয় খাবার খেতে হবে৷ এমনই শর্ত রেখে খুলেছিল রেস্তোরাঁ৷

অবশেষে বন্ধ হল বিশ্বের প্রথম নগ্ন-রেস্তোরাঁ!

প্যারিসে চালু হওয়ার ১৫ মাসের মাথায় বন্ধ হতে চলেছে বিশ্বের প্রথম নগ্ন রেস্তোরাঁ৷ কারণ একটাই, গ্রাহক না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের৷ ২০১৭-র নভেম্বরে প্যারিসে চালু হয়েছিল নগ্ন-রেস্তোরাঁর৷ শুরু থেকেই হইচই ফেলে দেওয়ার রেস্তোরাঁর অভিনব ধারণা নজর কেড়েছিল বিশ্বের৷

অবশেষে বন্ধ হল বিশ্বের প্রথম নগ্ন-রেস্তোরাঁ!রেস্তোরাঁ কর্তৃপক্ষের একটাই শর্ত ছিল, নগ্ন হয়ে রেস্তোরাঁয় খাবার খেতে হবে৷ এমনই শর্ত রেখে খুলেছিল রেস্তোরাঁ৷ পোশাক ও ফোন বাইরে জমা করে রেস্তোরাঁর প্রবেশ করতে হতো গ্রাহকদের৷ বাইরের মানুষদের নজর থেকে বাঁচাতে রেস্তোরাঁ জুড়ে ছিল বড় বড় পর্দা৷ কিন্তু, কর্তৃপক্ষের সেই শর্ত অনেকেই মানতে রাজি ছিলেন না৷ ফলে, গ্রাহকের অভাবও ছিল বেশ৷ অন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি থেকেই বন্ধ হতে চলেছে এই নগ্ন রেস্তোরাঁ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =