অবশেষে পাকিস্তানকে ‘নিষিদ্ধ’ ঘোষণা এফএটিএফের

করাচি: সন্ত্রাস ইস্যুতে ফের বিশ্বমঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের৷ আন্তর্জাতিক নজরদারি সংস্থা এফএটিএফ জানিয়েছে, পাকিস্তানকে আগেও একাধিকবার সতর্ক করা হলেও জঙ্গিদের আর্থিক মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান৷ ২৭টি শর্তের মধ্যে ছ’টি শর্ত পূরণে করেছে ইমরান প্রশাসন৷ বারংবার সতর্ক করার পরও কাজ না হওয়ায় এবার সরাসরি পাকিস্তানকে একঘরে করে ‘নিষিদ্ধ’ ঘোষণা আন্তর্জাতিক নজরদারি সংস্থার৷ আগামী ২০২০ সাল

3 stocks recomended

করাচি: সন্ত্রাস ইস্যুতে ফের বিশ্বমঞ্চে মুখ পুড়ল পাকিস্তানের৷ আন্তর্জাতিক নজরদারি সংস্থা এফএটিএফ জানিয়েছে, পাকিস্তানকে আগেও একাধিকবার সতর্ক করা হলেও জঙ্গিদের আর্থিক মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান৷ ২৭টি শর্তের মধ্যে ছ’টি শর্ত পূরণে করেছে ইমরান প্রশাসন৷ বারংবার সতর্ক করার পরও কাজ না হওয়ায় এবার সরাসরি পাকিস্তানকে একঘরে করে ‘নিষিদ্ধ’ ঘোষণা আন্তর্জাতিক নজরদারি সংস্থার৷ আগামী ২০২০ সাল পর্যন্ত পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপানো হয়েছে বলে খবর৷

সূত্রের খবর, পাকিস্তান জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার বিষয় থেকে সরে না দাঁড়ানোয় তাদের নিষিদ্ধ তালিকাভুক্ত করতে করেছে এফএটিএফ৷ এই বিষয়ে আজ শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷ পাকিস্তানকে নিষিদ্ধ তালিকাভুক্ত করার জেরে আন্তর্জাতিক অবরোধের মুখে পড়তে হবে ইমরান খান প্রশাসনকে৷ আন্তর্জাতিক অবরোধ পাকিস্তানের বিরুদ্ধে লাগু হওয়ায় বিভিন্ন দেশ থেকে পাওয়া সাহায্য ও সমস্ত আমদানি-রপ্তানি-সহ সাংস্কৃতিক আদান-প্রদান পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে৷ ফলে চূড়ান্ত বিপাকে পড়তে চলছে ইমরান প্রশাসন৷

আন্তর্জাতিক নজরদারি সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জঙ্গিদের আর্থিক মদত দেওয়া থেকে পাকিস্তান বিতর না থাকায় তাদেরকে নিষিদ্ধ তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে৷ গত জুন মাসে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা হয়েছিল৷ ধূসর তালিকাভুক্ত করে পাকিস্তানকে চূড়ান্ত সর্তকতা করা হয়৷ জানা গিয়েছে, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে পাকিস্তান ধূসর তালিকাভুক্ত করা হলেও ৬৬০ কোটি ডলার অনুদান পেয়েছিল ইসলামাবাদ৷ পাকিস্তানকে ঋণ দেওয়া হয়েছিল৷ আন্তর্জাতিক বাজার থেকে পাকিস্তান ৫০০ কোটি ডলার তুলতে সক্ষম হয়েছিল৷ কিন্তু জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার বিষয়টি বন্ধ করেনি পাকিস্তান৷ এবার ৩৯ মাসের পর ফের নিষিদ্ধ তালিকাভুক্ত হল পাকিস্তান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − two =