অবশেষে ভারতের প্রস্তাব মানতে বাধ্য হল পাকিস্তান

আটারি: কর্তারপুর করিডর চালু ও সম্পর্কিত খসড়া চুক্তি নিয়ে ভারতের প্রস্তাবের সঙ্গে ৮০ শতাংশের বেশি সহমত পোষণ করল পাকিস্তান৷ ওয়াঘা সীমান্তে চার ঘণ্টার বেশি ম্যারাথন বৈঠকের পর এমনটাই জানিয়েছে সেদেশের বিদেশ মন্ত্রক৷ সেই বৈঠকে প্রতিদিন ৫ হাজার পুণ্যার্থী ও বিশেষ তিথিতে ১০ হাজার শিখ পুণ্যার্থীকে কর্তারপুর সাহিবে যাওয়ার অনুমতি দিতে পাকিস্তানের কাছে প্রস্তাব দিয়েছে ভারত৷

c28d7018ea4b5972d2674417c2c07bd1

অবশেষে ভারতের প্রস্তাব মানতে বাধ্য হল পাকিস্তান

আটারি: কর্তারপুর করিডর চালু ও সম্পর্কিত খসড়া চুক্তি নিয়ে ভারতের প্রস্তাবের সঙ্গে ৮০ শতাংশের বেশি সহমত পোষণ করল পাকিস্তান৷ ওয়াঘা সীমান্তে চার ঘণ্টার বেশি ম্যারাথন বৈঠকের পর এমনটাই জানিয়েছে সেদেশের বিদেশ মন্ত্রক৷

সেই বৈঠকে প্রতিদিন ৫ হাজার পুণ্যার্থী ও বিশেষ তিথিতে ১০ হাজার শিখ পুণ্যার্থীকে কর্তারপুর সাহিবে যাওয়ার অনুমতি দিতে পাকিস্তানের কাছে প্রস্তাব দিয়েছে ভারত৷ পাশাপাশি, নয়াদিল্লির দাবি মেনে কর্তারপুর সাহিবের জন্য সব মরশুমে ব্যবহারের সেতু তৈরিতে রাজি হয়েছে ইসলামাবাদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *