আজ বিকেল: এতদিনে অপেক্ষার ইতি ঘটল, অবশেষে জইশ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জ। দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছিল ভারত। তবে বরাবরের মতোই বাগড়া দিচ্ছিল চিন। ইউনাইটেড নেশনসের এই সিদ্ধন্তকে ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ফিদাঁয়ে হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। নহত হন ৪৪ জন সিআরপিএফ জওয়ান। এরপর থেকেই রাষ্ট্রপুঞ্জে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করার দাবি তোলা হয়। সমর্থন জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে থাকা সদস্য দেশ ভারত, ব্রিটেন এবং ফ্রান্স। তবে প্রাথমিক ভাবে বেঁকে বসে চিন। তাদের ভেটো মাসুদের আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিতকরণের পথে বাধা হয়ে দাঁড়ায়।
তবে সম্প্রতি অবশ্য ইঙ্গিত মিলেছিল মাসুদের আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণার পথে আর বাঁধা হয়ে দাঁড়াবে না চিন। খুব জলদিই রাষ্ট্রপুঞ্জের তরফে মাসুদকে ব্ল্যাকলিস্টেড করা হবে। হলোও তাই। অবশেষে আন্তর্জাতিক জঙ্গির তকমা পেল জইশ প্রধান মাসুদ আজহার।অবশেষে নিজেদের আপত্তি তুলে নিয়েছে চিন। তারপরেই এই সিদ্ধন্ত নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। বাজেয়াপ্ত করা হবে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধানের সব সম্পত্তি।