মহিলা বিজ্ঞানীকে খুবলে খেল কুমির, কেন জানেন?

জাকার্তা: এক মহিলা বিজ্ঞানীকে খুবলে খেল তাঁরই পোষ্য কুমির। জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েশির মিনাহাসা ফার্মে দীর্ঘদিন ধরেই কুমিরদের উপর গবেষণা চালাচ্ছিলেন বছর চুয়াল্লিশের ডেসি তুউও। সেই কারণে গবেষণাগারের কাছে খোলা জায়গায় কুমির পুষেছিলেন। স্থানীয় সংরক্ষণ সংস্থার সদস্য হেড্রিক রান্ডেঙ্গান জানিয়েছেন, কোনওভাবে খোলা জায়গায় কুমিরের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন ডেসি। তখনই একটি কুমির তাঁকে আক্রমণ

2c2476af7425e21cd240cd9fde4c7a19

মহিলা বিজ্ঞানীকে খুবলে খেল কুমির, কেন জানেন?

জাকার্তা: এক মহিলা বিজ্ঞানীকে খুবলে খেল তাঁরই পোষ্য কুমির। জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েশির মিনাহাসা ফার্মে দীর্ঘদিন ধরেই কুমিরদের উপর গবেষণা চালাচ্ছিলেন বছর চুয়াল্লিশের ডেসি তুউও। সেই কারণে গবেষণাগারের কাছে খোলা জায়গায় কুমির পুষেছিলেন।

স্থানীয় সংরক্ষণ সংস্থার সদস্য হেড্রিক রান্ডেঙ্গান জানিয়েছেন, কোনওভাবে খোলা জায়গায় কুমিরের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন ডেসি। তখনই একটি কুমির তাঁকে আক্রমণ করে। তাঁর একটি হাত ও পেটের বেশিরভাগটাই খুবলে খেয়ে নেয় কুমিরটি। ডেসির শরীরের খানিকটা অংশ এখনও কুমিরের পেটেই রয়ে গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় ঘাতক কুমিরটিকে গবেষণাগার লাগোয়া এনক্লোজার থেকে সরিয়ে ফেলা গিয়েছে। জানা গিয়েছে, অবৈধভাবে ব্যক্তিগত মালিকানায় রাখা হয়েছিল সরীসৃপটিকে। এবার তাকে কুমির সংরক্ষণের এলাকায় স্থানান্তরিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *