আফগান টিভিতে ফিরলেন মহিলা সঞ্চালক, ভোল বদলাচ্ছে তালিবান?

আফগান টিভিতে ফিরলেন মহিলা সঞ্চালক, ভোল বদলাচ্ছে তালিবান?

কাবুল:  কাবুল কব্জা করে প্রায় গোটা দেশ দখল করার পরেই আফগানিস্তানে শুরু হয়েছিল তালিবানের তাণ্ডব৷ মুখে ভোলবদলের বুলি আওড়ালেও একে একে কাজ হারিয়েছিলেন মহিলারা৷ জারি করা হয় একের পর এক ফতোয়া৷ কিন্তু সেই আফগানিস্তানেই এবার কাজে ফিরলেন এক মহিলা সঞ্চালিকা৷ পুরুষ সঞ্চালকের মুখোমুখি বসে অনুষ্ঠান করলেন তিনি৷ এই অনুষ্ঠানের সম্প্রচার দেখে প্রশ্ন উঠেছে, তবে কি আফগানিস্তানে কাজে ফিরছেন মহিলারা? সত্যিই কি নিজেদের বদলে নিল বন্দুকের ভাষা জানা তালিবান৷

আরও পড়ুন- তালিবানের অগ্রগতির আগাম খবর ছিল, গনিকে চেপে যেতে বলেছিলেন বাইডেন, ফাঁস গোপন ফোনালাপ

সপ্তাহ খানেক আগেই তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছিলেন, আফগান মহিলাদের বাড়ি থেকে না বেরনোই ভালো৷ তিনি সাফ জানিয়েছিলেন, ‘‘আগানিস্তানে মহিলাদের এখনও কর্মক্ষেত্রে ফেরা উচিত হবে না৷ কারণ এখনও দেশের পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ নয়।’’ তালিবানের এই ফতোয়ায় ২০ বছর আগের কালো মেঘ ঘনাতে দেখছিলেন অনেকেই। তবে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলি বারবার জানিয়েছে, আন্তর্জাতিক মহলের সমর্থন পেতে হলে মহিলা এবং শিশুদের অধিকার নিয়ে সতর্ক হতে হবে তালিবানকে৷ কারণ সারা বিশ্বের নজর আটকে সেদিকেই৷ এই পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার আফগান টিভি চ্যানেলে মহিলা সঞ্চালিকার প্রত্যাবর্তন কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ 

আরও পড়ুন- ব্যক্তিগত গাড়িতে ঘুরছে গরু!

 

আজ সকালে আফগানিস্তানের টোলা টিভিতে ‘বামদাদ-এ-খোশ’ বলে একটি অনুষ্ঠান সম্প্রচার করা হয়৷ যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় এক মহিলাকে৷ তবে সঞ্চালিকার সারা শরীর পোশাকে ঢাকা৷ শুধুমাত্র মুখটুকু বেরিয়ে রয়েছে তাঁর৷ এই পোশক নিয়ে প্রশ্ন উঠলেও মহিলা সঞ্চালিকার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে গোটা আফগানিস্তান৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *