নিউইয়র্ক: আবার একটি অতিমারির জন্য প্রস্তুত থাকতে হবে! সম্প্রতি এমনই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলা হয়েছে, করোনার চেয়েও ‘মারাত্মক’ অতিমারি হানা দিতে পারে পৃথিবীর বুকে। কোভিডের প্রকোপ শেষ হয়ে গিয়েছে বলে মনে করা হলেও, তেমনটা নয়। বিপদ এখনও কাটেনি৷ ‘হু’-র এই বার্তার পর স্বাভাবিকভাবে অন্যান্য রোগ নিয়ে চর্চা শুরু হয়েছে। কোন কোন রোগের ক্ষেত্রে বেশি ভয় থাকতে পারে তা নিয়ে চলছে আলোচনা। এক্ষেত্রে উঠে এসেছে ইবোলা, জিকা ভাইরাসের নাম। কিন্তু আদতে কি এগুলি নিয়েই শুধু আতঙ্ক? বিষয়টি তেমন নয় কারণ এখানে হু-এর তালিকায় উল্লেখ করা হয়েছে ‘ডিজিজ এক্স’-এর নাম। কী এই রোগ?
বিজ্ঞানী মহলের বক্তব্য, ঠিক এই মুহূর্তে বলা সম্ভব নয় যে কোন জীবাণু থেকে কোন রোগ আসবে। সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনও ধারণা তৈরি হয়নি। তবে তাদের আশঙ্কা, এই রোগের প্রকৃতিও জুনোটিক হবে। অর্থাৎ বন্যপ্রাণীর দেহে এর অস্তিত্ব প্রথম টের পাওয়া যাবে আর পরে তা ছড়িয়ে পড়বে মানুষের শরীরে। এক্ষেত্রে ‘হু’-র দাবি, ইনফ্লুয়েঞ্জা, রেবিস, ব্রুসেলোসিস রোগের মতো হতে পারে এই ডিজিজ এক্স। গবেষকরা এটাও জানিয়েছেন, তারা ইতিমধ্যে বেশ কিছু রোগ নিয়ে গবেষণা চালাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি যে কোন রোগ থেকে পরবর্তী অতিমারি সৃষ্টি হতে পারে। তাই সঠিক ভাবে ভাইরাস বা রোগ নির্ধারণ না হওয়ায় এটিকে তারা বলছেন ‘ডিজিজ এক্স’।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পুরীতে জলে নামলেই গায়ে তীব্র চুলকানি-লাল দাগ, পুরীতে গিয়ে বিপাকে পর্যটকরা!” width=”853″>
গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস সতর্ক করে বলেছেন, কোভিড অতিমারি শেষ হয়ে গিয়েছে ভেবে নেওয়াটা অনর্থক৷ এখনই বিশ্ববাসী যেন নিশ্চিন্ত না হন৷ পরামর্শ তাঁর। সাধারণ মানুষকে নিজের সুস্বাস্থ্যের প্রতি নজর রাখার পাশাপাশি সাবধান থাকার বার্তাও দিয়েছেন তিনি।