কাজে এল না চালাকি, এফটিএএফের চরম হুঁশিয়ারি পাকিস্তানের

কাজে এল না চালাকি, এফটিএএফের চরম হুঁশিয়ারি পাকিস্তানের

প্যারিস:  ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সম্মেলনে মান রক্ষার লড়াই করেছিল পাকিস্তান। জানিয়েছিল, মাসুদ আজহার নিখোঁজ। পাকিস্তান চেয়েছিল, সন্ত্রাসবাদে সাহায্য করার অভিযোগ থেকে নিজেদের দূরে রাখার। কিন্তু পাকিস্তানের সেই চেষ্টা ব্যর্থ হল। আর্থিক বিষয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিল এফএটিএফ।

জানা গিয়েছে, এফএটিএফ সন্ত্রাসবাদের বিরোধিতা করতে কী কী পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়ে রিপোর্ট চায়। সেই রিপোর্ট অনুযায়ী এফএটিএফ জানায়, ১৪টি নির্দেশ পালন করেছে।বাকি ১৩টি নির্দেশ অক্টোবরের মধ্যে বাস্তবায়িত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  তা নাহলে পাকিস্তানের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে বলে এফএটিএফের তরফে জানানো হয়েছে। সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে এফএটিএফ-এর ধূসর তালিকায় রয়েছে। আরও বেশি ধূসর তালিকাভুক্ত হলেই পাকিস্তানের রুগ্ন অর্থ ব্যবস্থা ধসে পড়বে। আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থ সাহায্য পাওয়াও কঠিন হয়ে উঠবে। ফলে ঋণের বোঝায় আরও জর্জরিত হবে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *