অক্সিজেন নল নিয়ে রবিশংকরের শেষ সুরের জাদুতে মূর্ছিত ভক্তরা

অক্সিজেন নল নিয়ে রবিশংকরের শেষ সুরের জাদুতে মূর্ছিত ভক্তরা

ক্যালিফোর্নিয়া: তাঁর গভীর নিষ্ঠার কাছে বয়স আর শারীরিক অসুস্থতাও হার মানল৷ অসুস্থ শরীরে মুখে অক্সিজেন মাস্ক পরেই স্টেজে উঠলেন শিল্পী৷ প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের তাঁর সিতারের সুরের জাদুতে অভিভূত করে দিলেন সুরস্রষ্টা৷ স্টেজে ৯২ বছর বয়সি অসুস্থ বৃদ্ধটি ছিলেন পণ্ডিত রবিশংকর প্রসাদ৷ 

সম্প্রতি পণ্ডিত রবিশঙ্করের জীবনের শেষ অনুষ্ঠানের একটি এক ভিডিও নেটমাধ্যমে ছডিয়ে গিয়েছে। রবিশঙ্করের এক গুণমুগ্ধ শনিবার এই পুরনো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ ১ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওটি ২০১২ সালের ৪ নভেম্বর তোলা৷ মৃত্যুর ৩৭ দিন আগে ক্যালিফোর্নিয়ার লং বিচে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির পারফর্মিং সেন্টারে সিতার বাজিয়েছিলেন ৯২ বছর বয়সি রবিশংকর। ওই অনুষ্ঠানটিই ছিল পণ্ডিতজির জীবনের শেষ অনুষ্ঠান। ভিডিওটিতে দেখা গিয়েছে, নাকে অক্সিজেনের নল লাগিয়েই স্টেজে বসে পণ্ডিত রবিশংকর৷ সেখানে আরও দেখা গিয়েছে, সেদিন তাঁকে সঙ্গত দিতে স্টেজে উপস্থিত ছিলেন মেয়ে অনুষ্কা শংকর এবং সেদিন তবলায় তাঁদের সঙ্গত করেছিলেন সহশিল্পী পণ্ডিত তন্ময় বসু৷ অসুস্থ শরীরেও গোটা অনুষ্ঠানে একবারও সুর কাটেনি পণ্ডিতজির৷ ভিডিওয় এই তিনজনের যুগলবন্দি প্রেক্ষাগৃহে যে সুর তুলেছিলেন, তার মূর্ছনায় অভিভূত তাঁর ভক্তরা। 

জানা গিয়েছে, সেদিন শিল্পীর শারীরিক অবস্থা বিচার করে তাঁর চিকিৎসকরা এই অনুষ্ঠান করতে বারণ করেছিলেন বহুবার৷ কিন্তু চিকিৎসকদের কোনও কথাই কানে তোলেননি পণ্ডিতজি। অক্সিজেনের নল নাকে নিয়েই বাজাতে ওঠেন তিনি। উইঙ্গসের পাশেই উপস্থিত ছিলেন তাঁর চিকিৎসকরা। এই অনুষ্ঠানের দিন কয়েক পরই ২০১২ সালের ১১ ডিসেম্বর মারা যান বিশ শতকের এই দারুণ শিল্পী ভারতরত্ন পাওয়া রবিশংকর৷ গোটা বিশ্বের কাছে তিনি সকলের অনুপ্রেরণা৷ এই ভিডিও ইনক্রেডিবল বলেছেন অনেকেই৷ তাঁর বহু ভক্ত ভিডিওটি কমেন্টে ভরিয়ে দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − seven =