গরুকে প্রাণ দান বিখ্যাত গীতিকারের!

গরুকে প্রাণ দান বিখ্যাত গীতিকারের!

লন্ডন: নিশ্চিত মৃত্যুর হাত থেকে একটি গরুকে প্রাণে বাঁচাল ব্রিটেনের এক বিখ্যাত গীতিকার৷ মৃত্যু নিশ্চিত জেনে ব্রিটেনের একটি কসাইখানা একসঙ্গে ৪০টি গরু পালিয়ে যায় প্রাণে বাঁচার তাগিদে৷ তারা দলবদ্ধ হয়ে লোকালয়ে ঘোরাঘুরি করায় ব্রিটেনের নাগরিকরা আতঙ্কিত হয়ে পড়েন৷ পুলিশ অনেক চেষ্টা করে ৩৮টি গরুকে কসাইখানায় ফিরিয়ে আনতে সক্ষম হয়৷ বাকি দু’টির মধ্যে একটি পুলিশের গুলিতে প্রাণ হারায়৷ অন্যটি পলাতক থাকলেও, পরে উদ্ধার হয়৷ যদিও সেদেশের এক প্রখ্যাত গীতিকারের হস্তক্ষেপে তাকে আর কসাইখানায় ফিরতে হয়নি, প্রাণে বেঁচে গিয়েছে গরুটি৷ এই ঘটনাটি নিয়ে গোটা ব্রিটেনজুড়ে আলোচনা তুঙ্গে৷

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের পিকো রিভেরা এলাকার রাস্তায় গত মঙ্গলবার সন্ধ্যায় একদল গরুকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ গরুগুলি আবাসিকদের বাড়ির উঠোনে তছনছ করে দেয়৷ গরুগুলির মালিকের হদিশ না পেয়ে তাদের কর্মকাণ্ড দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সাহায্যে শেরিফের কার্যালয়ের কর্মীরা কয়েক ঘণ্টা ধরে চেষ্টায় গরুগুলিকে খোঁয়াড়ে আটকাতে সক্ষম হন৷ এরপর কয়েকটি লরি ডেকে গরুগুলিকে কসাইখানায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ এখানেই শেষ নয়, কসাইখানায় আনার পর ফের গোল বাধে৷ কর্মীরা গরুগুলিকে একসঙ্গে কসাইখানায় ঢোকানোর চেষ্টা করলে, তারা খোলা দরজা দিয়ে আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি একটি গরু রাস্তায় বেরিয়ে গিয়ে একটি পরিবারের ওপর আক্রমণ করতে গেলে সেটিকে গুলি করে  পুলিশ। এরপরই গরুটি মারা যায়৷ আর ৩৮টি গরুকে কসাইখানায় ফিরিয়ে নেওয়া হয়।

কিন্তু তখনও একটি গরুর খোঁজ মেলেনি। গত বৃহস্পতিবার সকালবেলা গরুটির খোঁজ পাওয়া যায় কসাইখানার কয়েক মাইল দূরে একটি মাঠে। গরুটি ওই মাঠে চড়ে বেরাচ্ছিল৷  অনেকে গরুটিকে কসাইখানায় না পাঠানোর আবেদন জানান। তবে  পিকো ক্যালিফোর্নিয়ার বিখ্যাত গীতিকার ও গ্র্যামি, অ্যামি অ্যাওয়ার্ড সহ একাধিক পুরস্কারপ্রাপ্ত ডিয়ান ওয়ারেন গরুটিকে একটি পশু আশ্রয় কেন্দ্রে পাঠানোর আর্জি জানান৷ তাঁর আবেদনে সাড়া দিয়েই শেষপর্যন্ত গরুটিকে কসাইখানার বদলে একটি পশু আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রিভেরা পুরসভার একজন আধিকারিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seven =